আমেরিকায় গ্রেফতার নীরব মোদীর ভাই নেহাল মোদী (ইনসেটে)। ছবি: সংগৃহীত।
পলাতক নীরব মোদীর ভাই নেহাল মোদী গ্রেফতার হলেন আমেরিকায়। ভারতের দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির তরফে নেহালকে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানানো হয়েছিল। ভারতের অনুরোধের প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।
৪৬ বছর বয়সি নেহাল বেলজিয়ামের নাগরিক। তাঁর জন্ম বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) আর্থিক তছরুপের মামলায় নীরবের পাশাপাশি অভিযুক্ত নেহালও। সিবিআই এবং ইডি উভয় তদন্তকারী সংস্থাই তাঁর খোঁজ চালাচ্ছিল। এরই মধ্যে শনিবার দুপুরে (ভারতীয় সময় অনুসারে) জানা যায়, আমেরিকার তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন নেহাল। শুক্রবারই তাঁকে পাকড়াও করেন মার্কিন আধিকারিকেরা। শনিবার তাঁকে আমেরিকার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেন সে দেশের তদন্তকারীরা। আগামী ১৭ জুলাই আমেরিকার আদালতে পরবর্তী শুনানি রয়েছে।
পিটিআই সূত্রে খবর, নেহালকে ভারতের হাতে প্রত্যর্পণের জন্য ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে আমেরিকার প্রশাসন। আমেরিকার তদন্তকারী সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছেন, পরবর্তী শুনানিতে জামিনের আবেদন জানাতে পারেন নেহাল। সে ক্ষেত্রে আমেরিকার সরকারি আইনজীবীরা ওই জামিনের আর্জির বিরোধিতা করতে প্রস্তুত।
পিএনবি জালিয়াতিতে অন্যতম অভিযুক্ত নেহাল। ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত পলাতক নীরবের হয়ে টাকা পাচারের অভিযোগ রয়েছে তাঁর ভাই নেহালের বিরুদ্ধে। সিবিআইয়ের পাশাপাশি ইডির মামলাতেও অভিযুক্ত তিনি। ইডির চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসাবে নাম রয়েছে তাঁর। প্রমাণ নষ্টের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। জেনেবুঝে এবং ইচ্ছাকৃত ভাবে নীরবের বেআইনি কাজে সাহায্যের অভিযোগও রয়েছে।
২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ঋণখেলাপের মামলায় অভিযুক্ত হন হিরে ব্যবসায়ী নীরব। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পরেই দেশ ছেড়ে পালিয়েছিলেন। ইডি তাঁকে ‘পলাতক’ ঘোষণা করে। ২০১৯ সালে ব্রিটেনে গ্রেফতার করা হয় নীরবকে। সেই থেকে তিনি লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকায় এক জেলে বন্দি রয়েছেন।
পিএনবি আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোকসীকেও কয়েক মাসে আগে গ্রেফতার করা হয়। চলতি বছরের এপ্রিলে বেলজিয়াম থেকে ধরা পড়েন তিনি। ভারতের অনুরোধেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে এখনও পর্যন্ত তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।