Pushkar Singh Dhami

এক সময়ে চাষ করতাম, এখনও ভুলিনি! নিজের গ্রামে জমিতে হাল দিতে নামলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

নিজের এক্স হ্যান্ডলে সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘পুরনো দিনের কথা ভুলিনি।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৪:১০
Share:

ধান চাষ করছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। ছবি: এক্স।

সাদা টি-শার্ট। সাদা প্যান্ট। সেটি আবার হাঁটু পর্যন্ত গোটানো। কর্দমাক্ত। হাতে একটা ছড়ি। দু’টি বলদ দিয়ে ধানখেত জুতছেন। এ ভাবেই ধরা দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। সেই ছবি আবার নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, ‘‘পুরনো দিনের কথা ভুলিনি।’’

Advertisement

শনিবার নিজের গ্রাম খাতিমায় জমিতে হাল চালাতে দেখা গেল মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীকে। মুখ্যমন্ত্রী হলেও তিনি যে নিজের শিকড়কে ভোলেননি, সেই ছবির মধ্যে দিয়ে ধামী সেই বার্তাও দেওয়ার চেষ্টা করেছেন বলে অনেকের মত। নিজের এক্স হ্যান্ডলে ধামী লেখেন, ‘‘পুরনো দিনের কথা ভুলতে পারিনি। সেই সময় খাতিমায় নগর তরাইয়ে আমাদের জমিতে ধান পোঁতার কাজ করেছি। এই কাজ করতে কত পরিশ্রম করতে হয়, তার অভিজ্ঞতাও আছে।’’

তিনি আরও লেখেন, ‘‘কৃষকেরা শুধু আমাদের অর্থনীতির শিরদাঁড়া নয়, তাঁরা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের বাহকও বটে। কৃষিকাজে যে নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম রয়েছে, তা এক জন কৃষককে না দেখলে বোঝা যায় না।’’ বর্তমানে চম্বাবতের বিধায়ক ধামী খাতিমা থেকেও দু’বার প্রতিনিধিত্ব করেছেন। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় খাতিমাতে চলে এসেছিল তাঁর পরিবার। সেই খাতিমাতেই পৌঁছে গিয়েছিলেন শুক্রবার। শনিবার সকালে গ্রামের খেতে হাল দেন। কৃষকদের সঙ্গে ধানচারাও পোঁতেন। তার পর পূজাপাঠও করেন ধামী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement