প্রতীকী ছবি।
জম্মু-কাশ্মীরের সাম্বায় ভাত-পাক আন্তর্জাতিক সীমান্তের একটি গ্রামে পাকিস্তানি ড্রোনের দেখা মেলায় হুলস্থুল পড়ে গিয়েছে। সেই ড্রোনের খোঁজেই তল্লাশি চালাচ্ছে সেনা এবং পুলিশ।
শুক্রবার রাতে রামগড় সেক্টরের নাঙ্গা গ্রামে ড্রোনের মতো কিছু একটি উড়ুক্কু যান দেখতে পান বলে দাবি গ্রামবাসীদের। সঙ্গে সঙ্গে তাঁরা নিরাপত্তাবাহিনীকে সতর্ক করেন। গ্রামবাসীদের দাবি, ওই উড়ুক্কু যানটি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিক থেকে এসেছিল। তাঁদের সন্দেহ, সেটি পাকিস্তানের কোনও ড্রোন।
গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে সন্দেহজনক সেই উড়ুক্কু যানের খোঁজ চালাচ্ছে সেনা এবং পুলিশের যৌথবাহিনী। পুলিশ সূত্রে খবর, সীমান্তলাগোয়া গ্রামগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, কোনও অস্ত্র বা মাদক পাচারের উদ্দেশে ড্রোনটিকে কাজে লাগানো হয়েছে। যদিও ড্রোনটির কোনও হদিস মেলেনি। এর আগেও সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল পাকিস্তানের দিক থেকে আসা ড্রোন। তার বেশির ভাগই গুলি করে নামানো হয়েছে বলে সেনা সূত্রে খবর। সেনার একটি সূত্র জানাচ্ছে, অনেক সময় অস্ত্র এবং মাদক পাচার করতে জঙ্গিরা ড্রোন ব্যবহার করে। সে রকমই কোনও ড্রোন সীমান্ত পেরিয়ে ঢুকেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।