Drones in Jammu and Kashmir

কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তের কাছে ফের পাকিস্তানি ড্রোন! দেখেই পর পর গুলি নিরাপত্তাবাহিনীর, নাশকতার ছক?

গত কয়েক দিন ধরেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়েছে নিরাপত্তারক্ষীদের। প্রজাতন্ত্র দিবসের আগের দিনও একাধিক ড্রোন দেখা গিয়েছিল উপত্যকার আকাশে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৪:২৭
Share:

সীমান্তে নজরদারি বিএসএফ জওয়ানের। —ফাইল চিত্র।

পাকিস্তানে আন্তর্জাতিক সীমান্তের কাছে ফের ড্রোন। দেখেই গুলি চালাল নিরাপত্তাবাহিনী। ড্রোনটিকে গুলি করে নামানো গিয়েছে কি না, স্পষ্ট নয়। তবে গুলি চলার পর সেটিকে আর দেখা যায়নি। পাকিস্তানের সীমান্ত ঘেঁষা এলাকায় ফের এমন সন্দেহজনক ড্রোন জল্পনা বাড়িয়ে দিয়েছে। তবে কি ফের ভারতে কোনও নাশকতামূলক কার্যকলাপের ছক কষেছে জঙ্গিরা? তৎপর নিরাপত্তাবাহিনী।

Advertisement

গত কয়েক দিন ধরেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়েছে নিরাপত্তারক্ষীদের। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন সন্ধ্যায় একাধিক ড্রোন দেখা গিয়েছিল উপত্যকার আকাশে। শনিবার সকালে কাশ্মীরের সাম্বা জেলায় এমনই একটি ড্রোন দেখা গিয়েছে। ওই এলাকায় দায়িত্বে থাকা বিএসএফ (সীমান্তরক্ষী বাহিনী) জওয়ানেরা ড্রোন লক্ষ্য করে গুলি চালান। তার পর এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

সূত্রের খবর, সাম্বার আন্তর্জাতিক সীমান্তের কাছে ড্রোনটি অন্তত পাঁচ মিনিট ছিল। তার পর তা নিরাপত্তারক্ষীদের চোখে পড়ে। কোথা থেকে ড্রোন এসেছিল, কোথায় গেল, অনুসন্ধান চলছে। এর আগে গত ১৫ জানুয়ারিও সাম্বায় পাকিস্তানি ড্রোন দেখা গিয়েছিল। পর পর এই ধরনের ঘটনায় ওই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

কিছু দিন আগে একটি অনুষ্ঠান থেকে ভারতের স্থলসেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ড্রোন নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন। জানিয়েছিলেন, এই ধরনের আচরণ একেবারেই বরদাস্ত করা হবে না। ভারত এর জবাব দেবে। ড্রোনের সাম্প্রতিক গতিবিধি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্‌স পর্যায়ে কথাও হয়েছে বলে জানিয়েছেন উপেন্দ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement