— প্রতীকী চিত্র।
১৫ বছরের কন্যাকে গলা কেটে খুন করেন বাবা! সাহায্য করেন মা। খুনের অভিযোগে বাবা এবং মাকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কান্তি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, পুরুষদের সঙ্গে কন্যার মেলামেশার বিষয়টি ভাল চোখে দেখেননি অভিভাবকেরা। সে কারণেই কিশোরীকে খুন করা হয় বলে অভিযোগ।
ডেপুটি পুলিশ কমিশনার (যমুনানগর) বিবেক যাদব জানান, নিহত কিশোরীর নাম সারিতা। গত ৫ নভেম্বর খুন হয় সে। পরের দিন থানায় স্থানীয়েরা ফোন করে জানান, কান্তি গ্রামের কাছে ঝোপে এক কিশোরীর দেহ পড়ে রয়েছে। পুলিশ দেহ শনাক্ত করার পরে কিশোরীর পরিবারকে খবর দেয়। কিশোরীর বাবা রমেশ প্রথমে পুলিশকে ভুলপথে চালিত করেন বলে অভিযোগ। পরে তিনি কন্যাকে খুনের কথা স্বীকার করেন।
রমেশ জেরায় পুলিশকে জানান, ছেলেদের সঙ্গে মেলামেশা করতে কন্যাকে বারণ করেছিলেন তিনি। কিন্তু ওই কিশোরী সে কথা শোনেনি। তাতেই চটে যান বাবা-মা। অভিযোগ, ৫ নভেম্বর রাতে সারিতাকে তার মা মাদক খাইয়ে দেন। এর পরে বাড়ি থেকে কিছু দূরে তাকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটেন বাবা। ডিসিপি যাদব জানিয়েছেন, পরিবারের ‘সম্মান রক্ষার্থে’ সন্তানকে খুন করেছেন বাবা-মা। দু’জনকেই গ্রেফতার করা হয়েছে।