Lion

টেনে নিয়ে গিয়েছিল সিংহ! আমরেলিতে অবশেষে মিলল যুবকের আধখাওয়া দেহ

বৃহস্পতিবার বিকেলে নাজিম কুরেশি নামে ওই ব্যক্তির দেহ মেলে গির পূর্ব ডিভিশনে। তাঁর বয়স ৩৪ বছর। মনে করা হচ্ছে, তাঁর দেহের নীচের অংশ খেয়ে ফেলেছে সিংহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ২২:০৭
Share:

যুবকের প্রাণ গেল সিংহের হামলায়। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

গুজরাতের জুনাগড়ে গির পূর্ব-ডিভিশনে মিলল সেই যুবকের দেহাংশ। দু’দিন আগে সিংহ তাঁকে জঙ্গলে টেনে নিয়ে গিয়েছিল বলে সন্দেহ হয়েছিল বনকর্মীদের। ওই এলাকায় সিংহের পায়ের ছাপ দেখে মনে হয়েছিল তাঁদের। এ বার যুবকের দেহের উপরের অংশ মিলল গিরের জঙ্গলে। তাঁর নীচের অংশ সিংহ খেয়ে নিয়েছে বলে মনে করছেন বনকর্মীরা। বন দফতর সূত্রে খবর। গত ১৬ দিনে এই এলাকায় সিংহের হামলায় প্রাণ গিয়েছে তিন জনের।

Advertisement

উপ বনপাল বিকাশ যাদব জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে নাজিম কুরেশি নামে ওই ব্যক্তির দেহ মেলে গির পূর্ব ডিভিশনে। তাঁর বয়স ৩৪ বছর। মনে করা হচ্ছে, তাঁর দেহের নীচের অংশ খেয়েছে সিংহ। বাকি দেহাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার ওই একই এলাকায় এক কৃষককে তুলে নিয়ে গিয়েছিল সিংহ। মাঙ্গা বোঘা বরাইয়া নামে ওই ব্যক্তিকে মেরে তাঁর উপরে বসেছিল সে। শেষ পর্যন্ত বনকর্মীদের হস্তক্ষেপে তাঁর দেহাংশ উদ্ধার করা হয়েছে। বুলডোজার, ট্রাক্টর এনে ভয় দেখিয়ে সরানো হয় সিংহটিকে। তার পরে মাঙ্গার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ বার নাজিমের দেহ উদ্ধার হয়েছে। এর পরেই হামলাকারী সিংহের খোঁজে ফাঁদ পেতেছেন বনকর্মীরা। যদিও এখনও ফাঁদে পা দেয়নি সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement