Rahul Gandhi

রাহুলকে ফের সভাপতি করার চেষ্টা দলের অন্দরে

রাহুল অবশ্য আগেই দলের নেতাদের জানিয়ে দিয়েছেন, তিনি সভাপতি পদে ফিরবেন না। এই পরিস্থিতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকেই গান্ধী পরিবার কংগ্রেস সভাপতি পদের দায়িত্ব দিতে চাইছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫৩
Share:

রাহুল গান্ধী। ফাইল চিত্র।

কংগ্রেসের সভাপতি নির্বাচনের আগে রাহুল গান্ধীকে সভাপতি করার দাবি দলের মধ্যে ফের উঠতে চলেছে।

Advertisement

ইতিমধ্যেই প্রতিটি প্রদেশ কংগ্রেস কমিটিকে দলের হাইকমান্ডের তরফ থেকে ‘অলিখিত বার্তা’ দেওয়া হয়েছে, তারা যেন কংগ্রেস সভাপতির হাতেই প্রদেশ সভাপতি বাছাইয়ের দায়িত্ব সঁপে দেন। কংগ্রেস সূত্রের খবর, বর্তমান সভানেত্রী সনিয়া গান্ধী নন, নতুন যিনি সভাপতি হতে চলেছেন, তাঁকেই প্রদেশ কংগ্রেস সভাপতি মনোনীত করার ক্ষমতা তুলে দিয়ে প্রদেশ কংগ্রেস কমিটিগুলিতে প্রস্তাব পাশ করানো হবে। সেই সঙ্গে প্রদেশ কংগ্রেস কমিটিগুলিতে আরও একটি প্রস্তাব পাশ করানো হতে পারে। তা হল, রাহুল গান্ধীই কংগ্রেস সভাপতির ফের দায়িত্ব নিন।

রাহুল অবশ্য আগেই দলের নেতাদের জানিয়ে দিয়েছেন, তিনি সভাপতি পদে ফিরবেন না। এই পরিস্থিতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকেই গান্ধী পরিবার কংগ্রেস সভাপতি পদের দায়িত্ব দিতে চাইছে। গান্ধী পরিবারের অনুগামীরা চাইছেন, নির্বাচন নয়, ঐকমত্যের ভিত্তিতেই নতুন সভাপতি ঠিক হোক। তবে গহলৌতের বিরুদ্ধে দলের বিক্ষুব্ধ নেতাদের মধ্যে কেউ প্রার্থী হতে পারেন বলে জল্পনা তুঙ্গে। গান্ধী পরিবারের আস্থাভাজনরা মনে করছেন, শশী তারুর ও মণীশ তিওয়ারির মধ্যে কেউ এক জন প্রার্থী হবেন। শেষ পর্যন্ত একাধিক কংগ্রেস নেতা সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা দিলে ১৭ অক্টোবর ভোটগ্রহণ হবে।

Advertisement

গহলৌত নিজে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে আসতে রাজি ছিলেন না। তাঁর বদলে সচিন পাইলটকে মুখ্যমন্ত্রীর গদিতে বসানো হোক, তা-ও তিনি চান না। সূত্রের খবর, গহলৌত নিজে কংগ্রেস সভাপতির পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদও ধরে রাখতে চান। অথবা তাঁর আস্থাভাজন কাউকে মুখ্যমন্ত্রীর পদে বসাতে চান। আগামী বছর রাজস্থানে ভোট। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে সচিনকে বোঝানোর চেষ্টা হচ্ছে, এখন গহলৌতের অনুগামী কেউ মুখ্যমন্ত্রী হলেন, পরে ভোটে জিতে কংগ্রেস ক্ষমতায় ফিরলে তখন সচিন মুখ্যমন্ত্রী হবেন।

দলের মধ্যে বিদ্রোহ ঘোষণার আগে পর্যন্ত সচিনই রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। তিনি আবার সেই পদে ফিরতে চাইছেন। রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটিতে কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কংগ্রেস হাইকমান্ড যদিও চাইছে, সব প্রদেশ কংগ্রেস কমিটিই নতুন সভাপতির উপরে রাজ্য সভাপতি নিয়োগের ভার সঁপে দিক। কিন্তু সব রাজ্য সে পথে হাঁটছে না। বৃহস্পতিবারই যেমন কেরলের প্রদেশ কংগ্রেস কমিটি বর্তমান প্রদেশ সভাপতি কে সুধাকরনকেই পদে রেখে দেওয়ার বিষয়ে প্রস্তাব নিয়েছে। রাজস্থানের প্রদেশ কমিটির বৈঠকে কী হবে, তা নিয়ে জল্পনার মধ্যে প্রদেশ রিটার্নিং অফিসারের পদ থেকে সঞ্জয় নিরুপমকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজস্থানের ভারপ্রাপ্ত অজয় মাকেন নিজে জয়পুরে যাচ্ছেন। কংগ্রেস নেতারা মনে করছেন, গহলৌতকে সভাপতি পদে বসানোর আগে শীর্ষ নেতৃত্বকে মরুরাজ্যের জট ছাড়াতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement