Emergency Door

মাঝআকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা, দিল্লি-পটনা ফ্লাইটে আতঙ্ক

আসলে তিনি প্রথম বারের জন্য বিমানে উঠেছিলেন। বিমানের কোথায় টয়লেটের দরজা, তা নিয়ে স্পষ্ট ধারণা ছিল না তাঁর। ভুল করে বিমানের জরুরি দরজাকেই টয়লেটের দরজা ভেবেছিলেন। অগত্যা টয়লেটে যাওয়ার জন্য মাঝআকাশেই বিমানের জরুরি দরজা ধরে টানাটানি শুরু করেছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০৫
Share:

গ্রাফিক- তিয়াসা দাস।

পটনা থেকে দিল্লি আসার পথে মাঝ আকাশেই বিমানের জরুরি দরজা ধরে টানাটানি শুরু করেন এক যাত্রী। তাই নিয়ে শুরু হয় হুড়োহুড়ি, আতঙ্ক। শেষ পর্যন্ত বিমানকর্মীদের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় বিমানটি। আটক করা হয় ওই বিমানযাত্রীকে। জেরায় জানা যায়, কোনও খারাপ উদ্দেশ্যে জরুরি দরজা খোলার চেষ্টা করেননি ওই যাত্রী।

Advertisement

আসলে তিনি প্রথম বারের জন্য বিমানে উঠেছিলেন। বিমানের কোথায় টয়লেটের দরজা, তা নিয়ে স্পষ্ট ধারণা ছিল না তাঁর। ভুল করে বিমানের জরুরি দরজাকেই টয়লেটের দরজা ভেবেছিলেন। অগত্যা টয়লেটে যাওয়ার জন্য মাঝআকাশেই বিমানের জরুরি দরজা ধরে টানাটানি শুরু করেছিলেন।

পটনার কঙ্কারবাগ এলাকার ওই যাত্রী অজমেঢ়ের একটি ব্যাঙ্কে কাজ করেন। গত সপ্তাহের শেষে বাড়ি ফেরার জন্য দিল্লি থেকে বিমানে পটনা আসছিলেন। তাঁকে বিমানবন্দর কর্তৃপক্ষ আটক করলেও কোনও অসৎ উদ্দেশ্য না থাকায় প্রাথমিক জেরার পর ছেড়ে দেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন: চার্জশিট প্রাপ্ত নেতাদের ভোটে দাঁড়ানোর প্রশ্নে হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্ট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement