পটনা হাসপাতালে গুলিকাণ্ডে অভিযুক্ত তৌসিফ রাজা। ছবি: সংগৃহীত।
পটনার হাসপাতালে ঢুকে রোগীকে গুলি করে খুন করার অভিযোগে ধৃত তৌসিফ রাজা সমাজমাধ্যমেও বেশ সক্রিয়। তাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ‘সুপারি কিলার’ হলেও হামেশাই রিল বানাতে দেখা গিয়েছে তাঁকে। তার পর সেগুলি সমাজমাধ্যমে পোস্টও করেছেন। সমাজমাধ্যম অ্যাকাউন্টে নিজেকে ‘কিং অফ পটনা’ বলেও উল্লেখ করেছেন।
কখনও তাঁকে দেখা গিয়েছে সাদামাঠা পোশাকে, কখনও আবার ধোপদুরস্ত তিনি। পটনার হাসপাতালে আর এক দুষ্কৃতী চন্দন শর্মা খুনের পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তৌসিফের নাম। তার সঙ্গেই তাঁর শখ, সমাজমাধ্যম অ্যাকাউন্ট নিয়েও চর্চা চলছে। পুলিশ সেই সমাজমাধ্যম অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে খবর, তৌসিফের নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানে নানা রকম গানের সঙ্গে নিজের ছোট ছোট ভিডিয়ো ক্লিপ জুড়ে দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, একটি সমাজমাধ্যমে তিনি আবার লিখেছেন, ‘‘যে জঙ্গলের রাজা তুমি, সেই জঙ্গলের শিকারি আমি।’’ গত বৃহস্পতিবার পটনার পারস হাসপাতালের আইসিইউয়ে ঢুকে চন্দন শর্মা নামে এক রোগীকে খুনের অভিযোগ ওঠে তৌসিফের বিরুদ্ধে। ঘটনাচক্রে, চন্দনও এক জন দুষ্কৃতী। তাঁকে খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন তৌসিফ।
পুলিশ সূত্রে খবর, পটনার একটি নামী ইংরেজি মাধ্যম স্কুল থেকে পড়াশোনা করেছেন তৌসিফ। স্কুলের গণ্ডি পেরিয়েই অপরাধের দুনিয়ায় পা রাখেন তিনি। সব সময় নিজেকে চর্চার মধ্যে রাখতে পছন্দ করেন। অল্প সময়ে পরিচিত হওয়ার লক্ষ্যে অপরাধজগতকে বেছে নেন। শুরু হয় তাঁর অপরাধদুনিয়ায় সফর। সুপারি নিয়ে খুন করার কাজ শুরু করেন। তার পর ধীরে ধীরে নিজের একটি ‘গ্যাং’ বানান। টাকার বিনিময়ে খুন করা, খুনের জন্য নানা রকম ভাবে সহযোগিতা করা— এই ধরনের কাজ করেন তিনি। পাশাপাশি সমাজমাধ্যমেও বেশ সক্রিয় তৌসিফ।