Sheena Bora

শিনা বোরাকে অপহরণের ছক কষেছিল পিটার, দাবি ইন্দ্রাণীর

তাঁর অভিযোগ, অন্য একটি নম্বর থেকে এই ষড়যন্ত্র চালিয়েছিলেন পিটার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৭ ২২:০০
Share:

পিটার ও ইন্দ্রাণী। ছবি: সংগৃহীত।

শিনা বোরাকে অপরণের ছক কষেছিল স্বামী পিটার মুখোপাধ্যায়। বুধবার সিবিআই আদালতে এমনই দাবি করলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়। এ জন্য পিটারের মোবাইলের কল লিস্ট পরীক্ষা করার আবেদনও জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, অন্য একটি নম্বর থেকে এই ষড়যন্ত্র চালিয়েছিলেন পিটার।

Advertisement

আরও পড়ুন: দূষণ রোখার নামে ৭৮৭ কোটি টাকা তুলে ১ কোটিও খরচ করেননি কেজরী!

মেয়ে শিনা বরাকে খুনের দায়ে আপাতত মুম্বইয়ের বাইকুল্লার মহিলা জেলে বন্দি ইন্দ্রাণী। সেই ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে পিটারের বিরুদ্ধেও। তিনি রয়েছেন আর্থার রোড জেলে। কিন্তু, জেলবন্দি থাকার পর থেকে প্রকাশ্যে কার্যত কথা বন্ধ তাঁদের মধ্যে। এ নিয়ে কিছু দিন আগেই ক্ষোভ জানিয়েছিলেন ইন্দ্রাণী। পিটারকে লেখা এক চিঠিতে তিনি লিখেছিলেন, ‘‘আমার সঙ্গে একদম কথা বলবে না। লোকজনের সামনে তুমি আমাকে এড়িয়ে চলো। তার পর, যখন কেউ থাকে না তখন খাবারের ভাগ দিতে আসো। এতে আমার মনে আঘাত লাগে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement