রবিবার নবম শ্রেণির এক ছাত্রীকে হাত-বাঁধা মাথা-ফাটা অবস্থায় হায়দরাবাদের মূল শহরের বাইরে থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, যৌন হেনস্থার পরে পাথর ছুড়ে মেয়েটিকে আঘাত করা হয়। এই অভিযোগে সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করেই মেয়েটির এক বন্ধুকে গ্রেফতারও করে পুলিশ। তাদের দাবি, দু’জনেই হায়দরাবাদের ফালাকনুমা এলাকায় থাকত। মাস তিনেক আগে তাদের মধ্যে বচসাও হয়। পুলিশ জানায়, মেয়েটির থেকে টাকা চায় অভিযুক্ত। কিন্তু টাকা না দিতে চাইলে মেয়েটিকে ব্লেড দিয়ে আক্রমণ করে সে। আর তার পরেই হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে মেয়েটিকে হায়দরাবাদের বাইরে নিয়ে গিয়ে তাকে আক্রমণ করে ছেলেটি।