Kedarnath Helicopter Crash

দু’মাস আগে যমজ সন্তানের বাবা হয়েছেন! কেদারনাথে কপ্টার দুর্ঘটনায় মৃত পাইলট, ১৫ বছর ছিলেন সেনায়

রবিবার ভোর ৫টা নাগাদ কেদারনাথ থেকে পাঁচ পর্যটককে নিয়ে বেল ৪০৭ হেলিকপ্টারে গুপ্তকাশীর দিকে যাচ্ছিলেন পাইলট রাজবীর। ৫টা ২০ মিনিটে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৪:০৫
Share:

কপ্টার দুর্ঘটনায় মৃত ক্যাপ্টেন রাজবীর সিংহ চৌহান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দু’মাস আগেই যমজ সন্তানের বাবা হয়েছেন তিনি। কেদারনাথে রবিবার সকালে হেলিকপ্টার দুর্ঘটনায় সেই পাইলট ক্যাপ্টেন রাজবীর সিংহ চৌহানের মৃত্যুতে হাহাকার পরিবারে। রাজবীরের স্ত্রী সেনায় কর্মরত।

Advertisement

রাজস্থানের জয়পুরের বাসিন্দা রাজবীর ভারতীয় সেনায় কর্মরত ছিলেন ১৫ বছর। লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে অবসর নিয়ে ২০২৪ সাল থেকে কেদারনাথে একটি বেসরকারি হেলিকপ্টার পরিষেবা সংস্থায় যোগ দেন। সংবাদ সংস্থা পিটিআই এবং রাজবীরের লিঙ্কডইন প্রোফাইল বলছে, বিভিন্ন ধরনের হেলিকপ্টার চালানোর অভিজ্ঞতা ছিল রাজবীরের। পাহাড় হোক সমতল এলাকা সব জায়গাতেই হেলিকপ্টার ওড়ানোর দক্ষতা ছিল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীরের।

গত বছরের অক্টোবর থেকে বেল ৪০৭ হেলিকপ্টার চালানো শুরু করেন রাজবীর। ২০০৯ সালে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। বায়ুসেনায় থাকাকালীন তাঁর ২০০০ ঘণ্টা হেলিকপ্টার ওড়ানোর অভিজ্ঞতা ছিল। ২০০৭ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেন রাজবীর।

Advertisement

রবিবার ভোর ৫টা নাগাদ কেদারনাথ থেকে পাঁচ পর্যটককে নিয়ে বেল ৪০৭ হেলিকপ্টারে গুপ্তকাশীর দিকে যাচ্ছিলেন পাইলট রাজবীর। ৫টা ২০ মিনিটে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায় সেটি গৌরীকুণ্ডের কাছে জঙ্গলে ভেঙে পড়েছে। উত্তরাখণ্ড পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) নীলেশ ভার্নে জানিয়েছেন, এই দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement