Karnataka Budget

সিনেমার টিকিটের দাম ২০০-র মধ্যে বাঁধছে কর্নাটক সরকার, মাল্টিপ্লেক্সেও নিয়ন্ত্রণের প্রস্তাব

কর্নাটক বিধানসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মোট ৪ লক্ষ ৮ হাজার ৬৪৭ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। তাতে জোর দেওয়া হয়েছে সিনেমার প্রচারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৩:৪১
Share:

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সিনেমার টিকিটের দাম নিয়ন্ত্রণ করছেন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সিনেমার টিকিটের দাম ২০০ টাকার মধ্যে বাঁধতে চায় কর্নাটক সরকার। প্রেক্ষাগৃহ থেকে শুরু করে মাল্টিপ্লেক্স— সিনেমার টিকিটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। কর্নাটক সরকার জানিয়েছে, তারা সিনেমার খরচ সকলের সাধ্যের মধ্যে আনতে চায়। সেই কারণেই বাজেটে এই প্রস্তাব।

Advertisement

শুক্রবার কর্নাটক বিধানসভায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেন। মোট ৪ লক্ষ ৮ হাজার ৬৪৭ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। তাতে পরিকাঠামো, ধর্মীয় বরাদ্দ এবং নারী উন্নয়নের পাশাপাশি আলাদা করে জোর দেওয়া হয়েছে সিনেমার প্রসারে। সিদ্দারামাইয়া জানিয়েছেন, কর্নাটকের সমস্ত সিনেমাহলে যে কোনও সময়ের শো-এ টিকিটের সর্বোচ্চ দাম হবে ২০০ টাকা। বিলাসবহুল মাল্টিপ্লেক্সের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। যাতে সাধারণ মানুষ সিনেমা দেখতে পারেন, তার ব্যবস্থা করতেই এই সিদ্ধান্ত।

সাধারণ প্রেক্ষাগৃহে সিনেমার টিকিটের দাম ২০০ টাকার নীচে থাকলেও বেশির ভাগ মাল্টিপ্লেক্সেই চড়া দামে এই টিকিট বিক্রি হয়। কোনও কোনও সিনেমার ক্ষেত্রে টিকিটের দাম ছাড়িয়ে যায় ৫০০ টাকার গণ্ডিও, যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। অনেকেই তাই সিনেমা দেখতে যান না আর। বাড়িতে বসেই অনলাইন মাধ্যমে সিনেমা দেখেন। সিনেমাহলে গিয়ে সিনেমা দেখার প্রবণতা আগের মতো করতে চান সিদ্দারামাইয়া। সিনেমার পাশে দাঁড়াতেই তিনি বাজেটে এই প্রস্তাব আনলেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

কন্নড় সিনেমার সমর্থনে আরও একটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন সিদ্দারামাইয়া। তিনি জানিয়েছেন, কন্নড় সিনেমার জন্য রাজ্য সরকার নিজ উদ্যোগে একটি ওটিটি (অনলাইনে সিনেমা) প্ল্যাটফর্ম খুলবে। তাতে শুধু কন্নড় সিনেমা মুক্তি পাবে। এ ছাড়াও মায়সুরুতে একটি আন্তর্জাতিক মানের ফিল্মসিটি তৈরির কথা ঘোষণা করেছেন সিদ্দারামাইয়া। বাজেটে সেই প্রস্তাবও রয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মায়সুরুতে ফিল্মসিটি তৈরির জন্য ১৫০ একর জমি বরাদ্দ করবে কর্নাটক সরকার। রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগ ফিল্মসিটি তৈরির বিষয়টি পর্যালোচনা করবে। এর জন্য খরচ হবে ৫০০ কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement