National

ভাল কাজ হজম করতে পারেন না, বিরোধীদের তোপ মোদীর

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে লোকসভায় বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বক্তব্য, পাকিস্তানের বিরুদ্ধে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করে যে দেশের ভাল হয়েছে, এটা হজম করা সম্ভব হচ্ছে না বিরোধীদের। অন্যের ভাল যে ওঁরা (বিরোধী রাজনৈতিক দলগুলি) মেনে নিতে পারেন না। তাই সার্জিক্যাল স্ট্রাইক মেনে নিতে পারেননি বিরোধীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:০২
Share:

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে লোকসভায় বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

প্রধানমন্ত্রীর বক্তব্য, পাকিস্তানের বিরুদ্ধে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করে যে দেশের ভাল হয়েছে, এটা হজম করা সম্ভব হচ্ছে না বিরোধীদের। অন্যের ভাল যে ওঁরা (বিরোধী রাজনৈতিক দলগুলি) মেনে নিতে পারেন না। তাই সার্জিক্যাল স্ট্রাইক মেনে নিতে পারেননি বিরোধীরা। গত ২৯ সেপ্টেম্বর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর বিরোধীদের অভিযোগ ছিল, রাজনৈতিক ফায়দা লুটতেই শাসকদল বিজেপি ওই ঘটনা ঘটিয়েছে। কংগ্রেস ও দিল্লির মুখ্যমন্ত্রী ‘আপ’ নেতা অরবিন্দ কেজরীবাল ওই ঘটনার তথ্যপ্রমাণ সর্বসমক্ষে পেশ করতে বলেন সরকারকে।

আরও পড়ুন- শেষ পর্যন্ত ভূমিকম্পই হল: রাহুলকে বিঁধে লোকসভায় মোদী, লাইভ...

Advertisement

প্রধানমন্ত্রী মঙ্গলবার লোকসভায় বিরোধীদের লক্ষ্য করে বলেছেন, ‘‘আমি সেপ্টেম্বরে সার্জিক্যাল স্ট্রাইকের পর আপনাদের কারও কারও নানা রকমের মন্তব্য দেখে খুব অবাক হয়ে গিয়েছি। নিজেদের বুকে হাত দিয়ে জানতে চান, কাজটা ঠিক হয়েছিল কি না। প্রথমে বিরোধিতা করেছিলেন চড়া সুরে। পরে দেশের মানুষ সার্জিক্যাল স্ট্রাইককে ভাল ভাবে দেখছেন বুঝে আপনাদের কেউ কেউ নিজেদের সামলে নেওয়ার চেষ্টা করেছেন। আর সেটা অনেকেরই চোখে পড়েছে। আসলে আপনারা কারও ভাল হজম করতে পারেন না। অন্যের ভাল কাজটাকেও মেনে নিতে শিখুন। নিজের কথা ভাবার আগে দেশের কথাটা ভাবুন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন