Kumbh Mela 2025

কুম্ভ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট মোদীর, গঙ্গা, যমুনা, সরস্বতীর পাশাপাশি ক্ষমা চাইলেন জনগণের কাছেও

৪৫ দিন ধরে ‘একতার মহাযজ্ঞ’ চালানোর জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে। একই সঙ্গে ক্ষমা চেয়ে নিলেন গঙ্গা, যমুনা, সরস্বতী এবং সাধারণ মানুষের কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৪
Share:

কুম্ভে পুণ্যস্নান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। —ফাইল চিত্র।

কুম্ভমেলা শেষ হয়ে যাওয়ার পর সমাজমাধ্যমে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪৫ দিন ধরে ‘একতার মহাযজ্ঞ’ পরিচালনার জন্য ধন্যবাদ জানালেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে। একই সঙ্গে ক্ষমা চেয়ে নিলেন গঙ্গা, যমুনা, সরস্বতী এবং সাধারণ মানুষের কাছে।

Advertisement

বৃহস্পতিবার সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, “আমি জানি এত বড় একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা সহজ নয়।” কুম্ভে পুণ্যার্থীরা প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদী— এই ত্রিবেণি সঙ্গমে পুণ্যস্নান করেছেন। এই তিন নদীর নামোল্লেখ করে মোদী লেখেন, “মা গঙ্গা, যমুনা এবং সরস্বতীকে প্রার্থনা করে বলছি, আমাদের পুজোয় কোনও খামতি থাকলে ক্ষমা করে দেবেন।”

পুণ্যার্থীদের ঈশ্বর বলে অভিহিত করে প্রধানমন্ত্রী তাঁদের সকলের কাছেও ক্ষমা চেয়ে নেন। লেখেন, “যদি পুণ্যার্থীদের সেবায় কোনও খামতি থেকে থাকে, তবে আমাদের ক্ষমা করে দেবেন। আমি সাধারণ মানুষের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি।”

Advertisement

প্রধানমন্ত্রী জানান, কুম্ভের মতো এত বড় অনুষ্ঠান বিশ্বে আর কোথাও কখনও হয়নি। কুম্ভের স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিয়ে তিনি লেখেন, “আমি ওই ছবিগুলি ভুলতে পারছি না, ডুব দেওয়ার পর যে মুখগুলির মধ্যে অনাবিল আনন্দ আর পরিতৃপ্তি দেখেছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement