India Pakistan Conflict

ভারত-পাক আলোচনার আগে দিল্লিতে মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক, ছিলেন রাজনাথ, জয়শঙ্কর, ডোভাল, মিস্রীও

সোমবার সকালে দিল্লিতে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৩:৩৯
Share:

সোমবারের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির পর দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা সোমবার। তার আগে দিল্লিতে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার ৭, লোককল্যাণ মার্গের ওই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এ ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশসচিব বিক্রম মিস্রী এবং ভারতের তিন সেনাবাহিনীর প্রধানেরা বৈঠকে ছিলেন। তাঁদের সঙ্গে দীর্ঘ ক্ষণ আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। সোমবার বেলা ১২টা নাগাদ ভারত এবং পাকিস্তানের ডিজিএমও-র ‘হটলাইনে’ আলোচনার কথা ছিল। এখনও সেই আলোচনা সম্পর্কে কোনও তথ্য মেলেনি। বেলা আড়াইটে নাগাদ প্রতিরক্ষা মন্ত্রক সাংবাদিক বৈঠক করবে বলে জানিয়েছে।

Advertisement

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন এয়ার চিফ মার্শাল এপি সিংহ, আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনা প্রধান দীনেশ কে ত্রিপাঠী। মনে করা হচ্ছে, ডিজিএমও বৈঠকে কী আলোচনা হবে, ভারতের অবস্থান কী হবে, প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠকে তা নিয়ে কথা হয়েছে।

গত শনিবার বিকেলে ভারত, পাকিস্তান সংঘর্ষবিরতি ঘোষণা করে। বিদেশসচিব মিস্রী জানিয়েছিলেন, ওই দিনই দুই দেশের ডিজিএমও-র কথা হয়েছিল। তার পর ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। সোমবার বেলা ১২টায় পরবর্তী আলোচনা হবে। মনে করা হচ্ছে, সোমবারের আলোচনায় দুই দেশের মধ্যেকার একাধিক সমস্যা উঠে আসতে পারে। কারণ সে দিন সংঘর্ষবিরতি নিয়েই কেবল আলোচনা হয়েছিল। অন্য কোনও প্রসঙ্গ ওঠেনি। দ্বিতীয় দফার আলোচনাও ডিজিএমও স্তরে সীমাবদ্ধ রাখা হচ্ছে। ভারতের তরফে পাকিস্তানের সঙ্গে আলোচনায় যোগ দেবেন ডিজিএমও রাজীব ঘাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement