Narendra Modi

প্রধানমন্ত্রীর কোলে এই বাচ্চাটি কে?

এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। আর ভাইরাল হতেই সকলের প্রশ্ন, প্রধানমন্ত্রীর কোলে থাকা ওই শিশুটি কে?

Advertisement

সংবাদ সংস্থা 

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ১১:৫০
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোলে বাচ্চা। ছবি মোদীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করে অচল হয়েছিল সংসদ। যদিও প্রধানমন্ত্রী তখন ছিলেন সংসদেই, নিজের ঘরে। কিন্তু সে সময় কী করছিলেন তিনি? সে কথা সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নিজেই ‘ফাঁস’ করছেন মোদী। সেই ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘সংসদে আমার সঙ্গে দেখা করতে এসেছে এক বিশেষ বন্ধু।’ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা এই ‘বিশেষ বন্ধু’টি কে?

Advertisement

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে, একটি বাচ্চাকে কোলে নিয়ে খেলা করছেন মোদী। বাচ্চার সঙ্গে তাঁর মুখেও সেই সময় শিশু সুলভ হাসি। আর মোদীর কোলে বসে বাচ্চাটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে থাকা চকোলেটের দিকে।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। আর ভাইরাল হতেই সকলের প্রশ্ন, প্রধানমন্ত্রীর কোলে থাকা ওই শিশুটি কে?

Advertisement

A very special friend came to meet me in Parliament today.

A post shared by Narendra Modi (@narendramodi) on

জানা গিয়েছে, মোদীর কোলে খেলা করা ওই শিশুটি বিজেপি সাংসদ সত্যনারায়ণ জাটিয়ার নাতনি। তার বয়স সাড়ে আট মাস, নাম রুদ্রাক্ষী। বাবা-মা-দাদুর সঙ্গে সে মঙ্গলবার এসেছিল প্রধানমন্ত্রীর কাছে।

আরও পড়ুন: কর্নাটকে সরকার গড়ার প্রস্তুতি বিজেপির, চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পথে ইয়েদুরাপ্পা

আরও পড়ুন: কাশ্মীর প্রসঙ্গে মোদীর বিবৃতি চেয়ে জোট বিরোধীদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন