US-India Tariff War

‘ভারতীয় পণ্যের উপর আস্থা রাখুন’, ট্রাম্পের শুল্ক-সংঘাতের মাঝে ব্যবসায়ীদের বার্তা মোদীর

দিল্লির এক অনুষ্ঠানে মোদীর বক্তৃতার একটি বড় অংশ জুড়ে ছিল দেশীয় পণ্যের কথা। তাঁর কথায়, ‘‘আপনি যদি ভারতীয় হন, তবে কেবল ভারতে তৈরি পণ্যই কিনুন।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১৭:১৯
Share:

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী (ডান দিকে) — ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার দেশীয় পণ্যের (ভোকাল ফর লোকাল) উপর নির্ভরতা বৃদ্ধির কথা বললেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের আবহে মোদী বার বার ‘আত্মনির্ভরতা’র কথা বলছেন। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকেও একই বার্তা দিয়েছেন তিনি। বেঁধে দিয়েছেন নতুন মন্ত্রও।

Advertisement

ভারতের ব্যবসায়ী এবং দোকানদারদের ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্র অনুসরণ করার কথা বললেন মোদী। সেই মতো ভারতে তৈরি পণ্যে কেনার উপর জোর দেওয়ার কথা বলেন। তাঁর দাবি, এতে দেশের লাভ হবে। এই ধরনের পণ্য কিনলে টাকা ভারতেই থাকবে! মোদীর কথায়, ‘‘ভারতীয় পণ্যের উপর আস্থা রাখুন।’’

দিল্লির এক অনুষ্ঠানে মোদীর বক্তৃতার একটি বড় অংশ জুড়ে ছিল দেশীয় পণ্যের কথা। তাঁর কথায়, ‘‘আপনি যদি ভারতীয় হন, তবে কেবল ভারতে তৈরি পণ্যই কিনুন।’’ তার পরেই মোদীর আহ্বান, ‘‘আমি বলতে চাই, ভোকাল ফর লোকাল মন্ত্র অনুসরণ করে আমাকে সমর্থন করুন। এতে দেশের লাভ হবে। শুধু তা-ই নয়, ভারতীয় পণ্য কিনতে আপনি যা ব্যয় করবেন, তা ভারতের মধ্যেই থাকবে।’’

Advertisement

ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তির জট এখনও কাটেনি। কেন্দ্রের একাধিক সূত্র মারফত জানা গিয়েছিল, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির ক্ষেত্রে অন্তরায় মূলত কৃষি এবং দুগ্ধজাত দ্রব্য নিয়ে দুই দেশের একমত হতে না-পারা। আমেরিকা চায় ভারত কৃষিপণ্য, দুধ এবং দুগ্ধজাত পণ্যের বাজার তাদের জন্য পুরোপুরি খুলে দিক। কিন্তু তাতে নারাজ নয়াদিল্লি। বাণিজ্যচুক্তি নিয়ে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও ইতিমধ্যেই ভারতের উপর দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি এ-ও জানিয়েছেন, শুল্ক নিয়ে আলোচনা না-হলে বাণিজ্যচুক্তি নিয়ে কোনও কথা নয়! তার পর থেকেই মোদী বার বার ‘ভোকাল ফর লোকাল’-এর কথা বলেছেন। তিনি এ-ও বুঝিয়েছেন, ভারত কারও কাছে মাথা নত করবে না। রবিবারও মোদী নাম না করে ট্রাম্পের শুল্ক-হুঁশিয়ারি নিয়ে তাঁর এবং তাঁর সরকারের অবস্থান স্পষ্ট করলেন। ভারতীয় পছন্দের তালিকায় কী ভাবে খাদি বা ‘মেড ইন্ডিয়া মোবাইল ফোন’ জায়গা করে নিয়েছে, তা-ও বর্ণনা করেছেন মোদী।

দিন দুয়েক আগে স্বাধীনতা দিবসের ভাষণেও মোদী ভারতীয় পণ্যের উপর জোর দেওয়ার প্রসঙ্গ বলেছেন। তিনি এ-ও জানান, কৃষকদের অধিকার স্বার্থের সঙ্গে কোনও আপস নয়। তাঁর কথায়, ‘‘ভারত সরকার কৃষকদের স্বার্থের সঙ্গে কোনও আপস করবে না। দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে মোদী।’’ স্বাধীনতা দিবসে নতুন মন্ত্র বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ‘কম দাম, উচ্চ মান’ এই মন্ত্র সকলের লক্ষ্য হওয়া উচিত। মোদীর কথায়, ‘‘বিশ্ব জুড়ে অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে। এখন আমাদের এগিয়ে যাওয়া এবং লক্ষ্য অর্জনের সময়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement