PM Narendra Modi

PM Narendra Modi: পাকিস্তানের বন্যা পরিস্থিতি দেখে ব্যথিত মোদী, সাহায্যের প্রক্রিয়া নিয়ে শুরু আলোচনা

শেষ পর্যন্ত যদি কেন্দ্র আলোচনায় ইতিবাচক সিদ্ধান্ত নেয়, তবে ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর এটাই হবে পাকিস্তানকে প্রথম সাহায্যদান।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ১০:০৯
Share:

পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়ে টুইট করলেন মোদী। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

পাকিস্তানের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি নিয়ে প্রথম বার বিবৃতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে প্রতিবেশী দেশের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। পাশাপাশি, তাঁর প্রার্থনা, শীঘ্রই প্রতিবেশী দেশের জনজীবন স্বাভাবিক হোক। তবে পাকিস্তানকে সাহায্যদান নিয়ে কোনও ঘোষণা করেননি প্রধানমন্ত্রী।

Advertisement

বন্যাবিধ্বস্ত পাকিস্তান আন্তর্জাতিক সাহায্যের জন্য প্রার্থনা করেছে। সেখানে ভারত সাড়া দেবে কি না, তা নিয়ে চলছে আলোচনা। সংবাদমাধ্যম সূত্রে খবর, এ নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তবে এখনও সাহায্যের প্রক্রিয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর। তবে শেষ পর্যন্ত যদি কেন্দ্র এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়, তবে ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর এটাই হবে পাকিস্তানকে প্রথম সাহায্যদান।

সোমবার রাতে টুইটারে মোদী লেখেন, ‘পাকিস্তানে বন্যায় সৃষ্টি হওয়া ধ্বংসযজ্ঞ দেখে আমি দুঃখিত। আমরা হতাহতদের পরিবার, আহত এবং এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত— সবার প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আশা করছি, দ্রুত স্বাভাবিক হবে পরিস্থিতি।’

Advertisement

পাকিস্তানে বন্যা এ পর্যন্ত প্রায় ১,১০০ মানুষের প্রাণ কেড়েছে। প্রায় তিন কোটির বেশি মানুষ ঘরছাড়া। এই অবস্থায় আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যপ্রার্থনা করেছেন পাক প্রধানমন্ত্রী শহবাজ শরিফ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন