India-Japan Relation

‘ভারত-জাপান মৈত্রী বিশ্ব শান্তির পথ দেখাবে’, বললেন মোদী, টোকিয়োতে পেলেন অভিনব উপহার

শুক্রবার টোকিও গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিবিড় করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে হাজির জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সামনে টোকিয়োর বিনিয়োগ আহ্বান করে তিনি বলেন, ‘‘ভারত হল গ্লোবাল সাউথ-এ ঝাঁপিয়ে পড়ার জন্য একটি স্প্রিংবোর্ড।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ২৩:৪৩
Share:

(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা (ডান দিকে)। ছবি: পিটিআই।

ভারত-জাপান যৌথ আর্থিক ফোরামের সম্মেলনে যোগ দিতে শুক্রবার টোকিও গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিবিড় করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে হাজির জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সামনে টোকিয়োর বিনিয়োগ আহ্বান করে তিনি বলেন, ‘‘ভারত হল গ্লোবাল সাউথ-এ ঝাঁপিয়ে পড়ার জন্য একটি স্প্রিংবোর্ড।’’

Advertisement

ওই যৌথ আর্থিক ফোরামে ইশিবা বলেন, ‘‘আমাদের আধুনিক প্রযুক্তি ও ভারতীয় প্রতিভার মেলবন্ধনের মাধ্যমে দু’দেশের অর্থনীতির চমকপ্রদ অগ্রগতি হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর উৎপাদন, মহাকাশ গবেষণা এবং নির্মল জ্বালানির ক্ষেত্রে জাপান ও ভারতের মধ্যে সহযোগিতা বজায় রয়েছে। ভবিষ্যতে তা আরও জোরদার হবে।’’ ওই সম্মেলনের পরে মোদী ইশাবার বাসভবনে নৈশভোজ বৈঠকে যোগ দিতে যান।

আন্তর্জাতিক শান্তি ও সুস্থিতি বজায় রাখার ক্ষেত্রে নয়াদিল্লি-টোকিয়ো মৈত্রীর ভূমিক গুরুত্বপূর্ণ বলে সেখানে মন্তব্য করেন মোদী।

Advertisement

জাপান সফরে গিয়ে শুক্রবার উপহার হিসেবে মোদী পেয়েছেন অদ্ভুত দর্শন এক পুতুল। জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক এই পুতুলের নাম ‘দারুমা’। তবে জাপানি সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হলেও এর যোগ রয়েছে ভারতের সঙ্গে! জনশ্রুতি, এই পুতুলটি তামিলনাড়ুর কাঞ্চিপুরমের এক বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা অনুপ্রাণিত। দারুমা শব্দের উৎপত্তি বৌদ্ধ ধর্ম থেকে। ওই সন্ন্যাসী ৪৪০ খ্রিস্টাব্দে পল্লবদের রাজত্বে জন্মগ্রহণ করেছিলেন। পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দীতে বৌদ্ধ জীবনধারা বিশ্বে ছড়িয়ে দিতে তিনি চিন সফরে গিয়েছিলেন। সেখান থেকে গিয়েছিলেন জাপানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement