National News

তদন্ত হলে রেহাই পাবেন না মোদী, রাফাল নিয়ে ফের আক্রমণাত্মক রাহুল

কেন প্রধানমন্ত্রী রেহাই পাবেন না? নিজের বক্তব্যের সমর্থনের রাহুলের দাবি, “প্রথমত, দুর্নীতির জন্য এবং দ্বিতীয়ত, রাফাল চুক্তি নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। অনিল অম্বানীর সংস্থাকে ৩০ হাজার কোটি টাকা পাইয়ে দিয়েছেন তিনি।”

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৮ ১৫:৪৩
Share:

নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ছবি: পিটিআই।

রাফাল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়ালেন রাহুল গাঁধী। দাবি করলেন, তিনি গ্যারান্টি দিতে পারেন, রাফাল নিয়ে তদন্ত হলে নিজেকে বাঁচাতে পারবেন না মোদী। এমনকি, দুর্নীতি ধামাচাপা দিতেই সিবিআই প্রধান অলোক বর্মাকে সরানো হয়েছে বলে দাবি তাঁর। শুক্রবার রাহুলের মৌখিক আক্রমণের পাশাপাশি মোদী সরকারকে বিঁধতে প্রতিবাদ-বিক্ষোভেও সরব হয় কংগ্রেস।

Advertisement

গত কয়েক মাস ধরেই রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি নিয়ে আক্রমণ শানাচ্ছে কংগ্রেস। ২০১৯-এর লোকসভা ভোটের আগে বিভিন্ন প্রচারসভাতেও এ প্রসঙ্গে নরেন্দ্র মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি। ওই যুদ্ধবিমানের দাম জানানোর জন্য ইতিমধ্যেই মোদী সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পর থেকেই চাপ বেড়েছে কেন্দ্রীয় সরকারের উপর। এ দিন নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে সেই চাপ আরও বাড়ালেন রাহুল। তাঁর অভিযোগ, অনিল অম্বানীর সংস্থাকে চাঙ্গা করতেই তাতে ২৮৪ কোটি টাকার বিনিয়োগ করেছে ফরাসি সংস্থা দাসো। পরে সেই টাকা দিয়ে জমি কিনেছিল অনিল অম্বানীর সংস্থা। দাসো-র সিইও বলেছিলেন, ওই সংস্থার কাছে জমি আছে বলেই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল)-এর পরিবর্তে তাতে বিনিয়োগ করেছেন তাঁরা। তবে এ নিয়ে রাহুলের প্রশ্ন, “লোকসানে চলতে থাকা অনিল অম্বানীর সংস্থায় কেন বিনিয়োগ করবে দাসো?” রাহুলের দাবি, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাঁচাতেই দাসো-র সিইও মিথ্যা কথা বলছেন। মোদীর বিরুদ্ধে তদন্ত শুরু হলে কোনও ভাবেই বাঁচতে পারবেন না তিনি। গ্যারান্টি!” কেন প্রধানমন্ত্রী রেহাই পাবেন না? নিজের বক্তব্যের সমর্থনের রাহুলের দাবি, “প্রথমত, দুর্নীতির জন্য এবং দ্বিতীয়ত, এই চুক্তি নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। অনিল অম্বানীর সংস্থাকে ৩০ হাজার কোটি টাকা পাইয়ে দিয়েছেন তিনি।”

রাহুল জানিয়েছেন, নিরাপত্তা সংক্রান্ত কোনও চুক্তি করতে হলে তাতে ওই বিষয়ক ক্যাবিনেট কমিটির অনুমোদন লাগে। তবে তা নাকি নেওয়া হয়নি। এমনকি, ফ্রান্সের সঙ্গে রাফাল নিয়ে চুক্তির সময় তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরও সেই সিদ্ধান্ত নেননি। রাহুলের দাবি, সে সমস্ত সিদ্ধান্তই নিয়েছেন নরেন্দ্র মোদী।

Advertisement

আরও পড়ুন: সরকার ও প্রশাসনে মোদীর মুঠো কি ক্রমশ আলগা হচ্ছে?

আরও পড়ুন: সিবিআইয়ের আর্জি খারিজ, নতুন করে বোফর্স মামলার শুনানি নয়, জানাল সুপ্রিম কোর্ট

রাহুল ছাড়াও রাফাল এবং সিবিআই নিয়ে আক্রমণে মুখর হয়েছে কংগ্রেস। যুব কংগ্রেসের কর্মীরা এ দিন রাজধানীর লোককল্যাণ মার্গে বিক্ষোভ প্রদর্শনও করেন।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন