Kureepuzha Sreekumar

আবার কেরল, কবিকে আক্রমণ করল আরএসএস!

বাম শাসিত কেরলে আক্রান্ত হলেন প্রখ্যাত মালয়ালম কবি কুরিপুঝা শ্রীকুমার। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কোল্লামে।

Advertisement

সংবাদ সংস্থা

কোল্লাম ( কেরল) শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ২০:০৫
Share:

মালয়ালম কবি কুরিপুঝা শ্রীকুমার। ছবি: সংগৃহীত।

বাম শাসিত কেরলে আক্রান্ত হলেন প্রখ্যাত মালয়ালম কবি কুরিপুঝা শ্রীকুমার। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কোল্লামে। মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছ’জনকে। ধৃতেরা প্রত্যেকেই আরএসএস-এর সদস্য বলে জানা গিয়েছে।

Advertisement

শ্রীকুমার জানিয়েছেন, একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে তাঁর উপর হামলার ঘটনাটি ঘটে। ৬২ বছরের শ্রীকুমার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, স্থানীয় একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। সেখান একটি মন্দিরের বাইরে পাঁচিল দেওয়ার প্রসঙ্গে মুখ খুলেছিলেন শ্রীকুমার। সে জন্যই বিজেপি-আরএসএস কর্মীরা তাঁর উপর হামলা চালিয়েছে বলে দাবি তাঁর।

সূত্রের খবর, ওই মন্দিরের পাঁচিল দেওয়া দিয়ে অনেক বছর ধরেই গণ্ডগোল চলছিল দলিত এবং নায়ারদের মধ্যে। দলিতরা প্রথম থেকে পাঁচিলের বিরোধিতা করে আসছিলেন। ওই সভায় দলিতদের পাশে দাঁড়িয়ে পাঁচিল দেওয়ার বিরোধিতা করেন শ্রীকুমার।

Advertisement

আরও পড়ুন: শরিকি যন্ত্রণায় কাতর বিজেপি

আরও পড়ুন: উপজাতি অ়ঞ্চলে পঞ্চায়েত, পুরসভা দিতে চায় বামেরা

পরে শ্রীকুমার বলেন, ‘‘এই হামলার ঘটনায় আমি মর্মাহত। স্থানীয়রা আমাকে বাঁচাতে এগিয়ে না এলে প্রাণে মারা যেতাম।’’ কোল্লামের দায়িত্বপ্রান্ত পুলিশ কর্তা বি অশোকেন জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কবির নিরাপত্তার সব ব্যবস্থা করা হয়েছে।

স্বাধীন ভাবে মত প্রকাশ করতে গিয়ে এক আগে কর্নাটকের যুক্তিবাদী লেখক এম এম কালবুর্গি, মহারাষ্ট্রের নরেন্দ্র দাভোলকর ও গোবিন্দ পানসার বা প্রবীণ সাংবাদিক ও সমাজকর্মী গৌরী লঙ্কেশের খুনের ঘটনা এখন টাটকা। প্রতি ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে প্রধানত গেরুয়া শিবিরের দিকেই। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার স্বাধীন মত প্রকাশের কণ্ঠরোধ করার ঘটনা ঘটল। নাম জড়িয়ে গেল সেই গেরুয়া শিবিরের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন