Prison Break in Rajasthan

কেউ স্ত্রীর সঙ্গে দেখা করলেন, কেউ গেলেন হোটেলে! জয়পুরে পুলিশকে ঘুষ দিয়ে ‘ছুটি’ কাটালেন বন্দিরা

হাসপাতালে যাওয়ার নাম করে জেল থেকে বেরিয়ে জয়পুর শহর ঘুরে বেড়ালেন চার বন্দি। পুলিশকর্মীদের ২৫ হাজার টাকা ঘুষ দিয়ে তাঁরা জেল থেকে পালিয়েছিলেন বলে অভিযোগ। ঘটনায় পাঁচ কনস্টেবল-সহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৪:৩২
Share:

পুলিশকে ঘুষ দিয়ে জেল থেকে পালিয়ে হোটেলে গিয়েছিলেন জয়পুর কেন্দ্রীয় সংশোধনাগারের চার বন্দি। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কথা ছিল হাসপাতালে যাওয়ার। জেল থেকে বেরিয়েছিলেনও সেই কথা বলেই। কিন্তু হাসপাতালে যাওয়ার বদলে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন জেলের বন্দিরা। পুলিশকে ‘ঘুষ দিয়ে’ কেউ দেখা করলেন স্ত্রীর সঙ্গে। কেউ সময় কাটালেন প্রাক্তন প্রেমিকার সঙ্গে। কেউ আবার গিয়ে উঠলেন প্রেমিকার নামে বুক করা হোটেলের ঘরে। জয়পুর কেন্দ্রীয় সংশোধনাগারের এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই ১৩ জনকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ।

Advertisement

ধৃত ১৩ জনের মধ্যে রয়েছেন পাঁচ জন কনস্টেবল। এ ছাড়া জয়পুর জেলের চার বন্দি এবং তাঁদের চার পরিচিতকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, হাসপাতালে যাওয়ার নাম করে জেল থেকে বেরিয়ে পুলিশকর্মীদের ঘুষ দিয়ে শহর ঘুরে বেড়ান অভিযুক্তেরা। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই কনস্টেবলদের সঙ্গে পাঁচ হাজার টাকা করে ঘুষের রফা হয়েছিল বন্দিদের। পাঁচ জন কনস্টেবলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে, মোট ২৫ হাজার টাকা দেওয়ার কথা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, জয়পুর কেন্দ্রীয় সংশোধনাগারের চার বন্দি— রফিক বাকরি, ভানওয়ার লাল, অঙ্কিত বনসল এবং কর্ণ গুপ্তের হাসপাতালে রুটিন চেক আপের জন্য যাওয়ার কথা ছিল। সেই মতো জেল থেকে বেরোন তাঁরা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বন্দিরা জেলে না ফেরায় খোঁজখবর নিতে শুরু করেন কারা আধিকারিকেরা। তখনই জয়পুরের ওই হাসপাতালে খোঁজ নিতে গিয়ে জানা যায়, চার বন্দির মধ্যে মাত্র একজনই হাসপাতালে গিয়েছিলেন। পরে তদন্তে উঠে আসে ওই বন্দিদের মধ্যে কেউ স্ত্রীর সঙ্গে দেখা করেছেন। কেউ প্রাক্তন প্রেমিকার সঙ্গে সময় কাটিয়েছেন। কাউকে আবার পাকড়াও করা হয়েছে প্রেমিকার নামে বুক করা হোটেলের ঘর থেকে।

Advertisement

ওই চার বন্দির মধ্যে রফিক এবং ভানওয়ার গিয়েছিলেন জালুপুরার একটি হোটেলে। সেখানে রফিক দেখা করেন তাঁর স্ত্রীর সঙ্গে। ভানওয়ার দেখা করেন প্রাক্তন প্রেমিকার সঙ্গে। পরে রফিকের স্ত্রীকে মাদক-সহ পাকড়াও করে পুলিশ। অপর দুই বন্দি অঙ্কিত এবং কর্ণের সন্ধান পাওয়া যায় জয়পুর বিমানবন্দরের কাছে একটি হোটেলে। ওই হোটেলের ঘরটি অঙ্কিতের প্রেমিকার নামে বুক করা ছিল। পরে তল্লাশির সময়ে কর্ণের এক আত্মীয়কেও আটক করে পুলিশ। তাঁর কাছে ৪৫ হাজার টাকা নগদ এবং বেশ কয়েক জন বন্দির পরিচয়পত্র পাওয়া গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement