Maharashtra Murder Mystery

বিয়ের ১৫ দিন যেতে না যেতেই সহবাসে জোরাজুরি! ৫৩ বছর বয়সি স্বামীকে কুপিয়ে খুন, ধৃত অভিযুক্ত ২৭ বছর বয়সি স্ত্রী

১৫ দিন আগেই ৫৩ বছরের অনিল লোখান্ডের সঙ্গে বিয়ে হয় মহিলার। এটি ছিল অনিলের দ্বিতীয় বিয়ে। বুধবার বাড়িতেই ঘুমন্ত অবস্থায় থাকা অনিলকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর ২৭ বছর বয়সি স্ত্রীর বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১২:২৫
Share:

মহারাষ্ট্রে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মেঘালয়ে মধুচন্দ্রিমায় হত্যাকাণ্ডের রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। এরই মধ্যে মহারাষ্ট্রেও বিয়ের ১৫ দিন পরে স্বামীকে হত্যার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাংলিতে। ৫৩ বছর বয়সি স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৭ বছর বয়সি এক মহিলাকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত বুধবার। প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ জানতে পারে, ১৫ দিন আগেই ৫৩ বছরের অনিল লোখান্ডের সঙ্গে বিয়ে হয় মহিলার। এটি ছিল অনিলের দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন। এর পরে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। পুলিশি জেরায় মহিলা জানান, বিয়ের পর ১৫ দিনের মধ্যেই সহবাসের জন্য জোরাজুরি করছিলেন স্বামী। সেই কারণেই তিনি স্বামীকে হত্যা করেছেন বলে জেরায় স্বীকার করছেন মহিলা।

জেরায় মহিলা জানিয়েছেন, অনিল যৌনতার জন্য জেদ করতে থাকায় দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়েছিল এবং ক্রমে তা তীব্র বাগ্‌বিতণ্ডার আকার নেয়। স্থানীয় থানার এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানান, সেই রাগেই বশেই অনিল ঘুমানোর সময় তাঁকে কুড়ুল দিয়ে একের পর এক কোপ বসাতে থাকেন মহিলা। ঘটনাস্থলেই অনিলের মৃত্যু হয়। পরে মহিলাকে গ্রেফতার করে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। শুধু সহবাসের দাবি জানাতেই খুন, না অন্য কোনও কারণও রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের ফারাকও এ ক্ষেত্রে পুলিশকে ভাবাচ্ছে বলে সূত্রের খবর।

Advertisement

বস্তুত, কয়েক দিন আগেই মেঘালয়ের হত্যাকাণ্ডের তদন্তে সোনম রঘুবংশী-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ের ১২ দিনের মাথায় মধুচন্দ্রিমায় গিয়ে খুন হন সোনমের স্বামী রাজা রঘুবংশী। ওই হত্যাকাণ্ডে সোনমও জড়িত বলে সন্দেহ পুলিশের। সম্প্রতি গুজরাতের একটি ঘটনার কথাও প্রকাশ্যে এসেছে। গত বছর ডিসেম্বরে গুজরাতের গান্ধীনগরে বিয়ের চার দিন পরে স্বামীকে খুনের অভিযোগ ওঠে এক তরুণীর বিরুদ্ধে। ওই তরুণীর সঙ্গে তাঁর তুতো ভাইয়ের সম্পর্ক ছিল বলে জানা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement