Telangana Minister House Raid

তেলঙ্গানার পরিবেশমন্ত্রীর বাসভবনে পুলিশের তল্লাশি ঘিরে হুলস্থুল, মুখ্যমন্ত্রী রেবন্তের বিরুদ্ধে অভিযোগ

ঘটনার সূত্রপাত, মন্ত্রীর অফিস অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) এন সুমন্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। এই অভিযোগে মঙ্গলবার তাঁকে পদ থেকে অপসারণ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৩:৩৯
Share:

তেলঙ্গানার পরিবেশ ও বনমন্ত্রী কোন্ডা সুরেখা। ফাইল চিত্র।

তেলঙ্গানায় পরিবেশ ও বনমন্ত্রী কোন্ডা সুরেখার বাসভবনে বুধবার রাতে পুলিশের তল্লাশি অভিযান ঘিরে হুলস্থুল পড়ে গিয়েছে। আর এই তল্লাশি অভিযানের জন্য মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন মন্ত্রীকন্যা কোন্ডা সুস্মিতা। তল্লাশি অভিযানের সময় পুলিশের সঙ্গে তর্কাতর্কিতেও জড়ালেন তিনি। তল্লাশি অভিযানে বাধা দেওয়ার পাল্টা অভিযোগ উঠেছে সুস্মিতার বিরুদ্ধে।

Advertisement

ঘটনার সূত্রপাত, মন্ত্রীর অফিস অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) এন সুমন্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। এই অভিযোগে মঙ্গলবার তাঁকে পদ থেকে অপসারণ করা হয়েছে। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই মন্ত্রী কোন্ডা সুরেখার জুবিলি হিলসের বাসভবনে তল্লাশি অভিযানে যান হায়দরাবাদ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মন্ত্রী সুরেখা ওয়ারাঙ্গলের কংগ্রেস বিধায়ক। শুধু তা-ই নয়, তিনি অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র একজন প্রভাবশালী নেতাও বটে। তাঁর ওএসডি সুমন্তের বিরুদ্ধে এক সিমেন্ট সংস্থার কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ ওঠে। তাঁর খোঁজেই তল্লাশি চালাতে মন্ত্রীর বাড়িতে হানা দেয় এসটিএফ।

কিন্তু মন্ত্রীর বাসভবনে সাদা পোশাকে পুলিশ ঢুকতেই মন্ত্রীকন্যার বাধার মুখে পড়তে হয় তাদের। মন্ত্রীকন্যার অভিযোগ, মুখ্যমন্ত্রী রেবন্ত তাঁর মা এবং বাবাকে ফাঁসানোর জন্য সুমন্তকে গ্রেফতার করতে চাইছেন। তাঁকে জোর করে বলিয়ে নেওয়ার চেষ্টা করছেন যে, তোলাবাজির নির্দেশ দিয়েছিলেন তাঁর বাবা কোন্ডা মুরলী।

Advertisement

মন্ত্রীকন্যা সুস্মিতার কথায়, ‘‘আমার মা এবং বাবাকে ফাঁসানোর চেষ্টা করছে রাজ্য সরকার। আমার মা একজন মন্ত্রী। তাঁর সঙ্গেই কী ধরনের আচরণ করছে সরকার! বুঝতে পারছি না, আমাদের দোষ কী!’’ তাঁদের খুন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন মন্ত্রীকন্যা। সুমন্তকে কোনও সমন ছাড়াই কেন গ্রেফতার করা হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন সুস্মিতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement