Explosives Recovered

মাওবাদীদের লুকিয়ে রাখা আড়াই টন বিস্ফোরক উদ্ধার ওড়িশা-ঝাড়খণ্ড সীমানায়! পুঁতে রাখা ছিল জঙ্গলে

পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, এই বিস্ফোরকের যাতে কোনও হদিস না পাওয়া যায় তার জন্য মাটির অনেকটা নীচে পুঁতে রাখা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৫:১৪
Share:

মাওবাদীদের বিরুদ্ধে অভিযান। ফাইল চিত্র।

মাওবাদীদের লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল ওড়িশা-ঝাড়খণ্ড সীমানা থেকে। দুই রাজ্যের সীমানায় তল্লাশি অভিযানে নেমেছিল ওড়িশা পুলিশ, সিআরপিএফ এবং ঝাড়খণ্ডের জাগুয়ার ইউনিট। তল্লাশি অভিযানের সময় ওড়িশার-ঝাড়খণ্ড সীমানার সুন্দরগড় জেলার কোইডার জঙ্গল থেকে আড়াই টন বিস্ফোরক উদ্ধার হয়।

Advertisement

পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, এই বিস্ফোরকের যাতে কোনও হদিস না পাওয়া যায় তার জন্য মাটির অনেকটা নীচে পুঁতে রাখা হয়েছিল। তবে গোপন সূত্রে খবর পেয়ে কোইডার জঙ্গলে তল্লাশি চালাতেই ওই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, আরও বিস্ফোরক লুকিয়ে রাখা আছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে জিলেটিন স্টিকও রয়েছে। সমস্ত বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ মে ২৫-৩০ জনের মাওবাদীদের একটি দল ঝাড়খণ্ডের সিংভূমে বিস্ফোরকবোঝাই একটি ট্রাক লুট করে। সেই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল খননকাজের জন্য। বাকোর খনিতে পৌঁছোনোর আগেই ট্রাকটিকে লুট করেন মাওবাদীরা। মাওবাদীদের হাতে বিপুল পরিমাণ বিস্ফোরক চলে যাওয়ায় বড় ধরনের নাশকতার আশঙ্কা বাড়ছিল। তাই সেই ঘটনার পর থেকেই বিস্ফোরক উদ্ধারে চিরুনি তল্লাশি চলছিল ওড়িশা-ঝাড়খণ্ড সীমানায়। সেই তল্লাশি অভিযানেই আড়াই টন বিস্ফোরক উদ্ধার হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement