Infant Buried Alive

সদ্যোজাত কন্যাসন্তানকে জ্যান্ত পুঁতে দেওয়া হল উত্তরপ্রদেশে! মাটি খুঁড়ে উদ্ধার করল পুলিশ

একটি মাঠের মধ্যে অল্প কিছুটা মাটি খুঁড়ে এক শিশুকে জ্যান্ত পুঁতে দেওয়া হয়। তার একটি হাত বাইরে মাটির বেরিয়ে ছিল। কান্নার আওয়াজও আসছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৪
Share:

উত্তরপ্রদেশে মাটি খুঁড়ে উদ্ধার করা হল শিশুকে। — প্রতীকী চিত্র।

সদ্যোজাত কন্যাসন্তানকে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। রবিবার উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক গ্রাম থেকে ওই সদ্যোজাতকে উদ্ধার করে পুলিশ। আপাতত হাসপাতালে ভর্তি রাখা হয়েছে শিশুটিকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের অনুমান, ওই শিশুর বয়স আনুমানিক ১৫ দিন।

Advertisement

ঘটনাটি ঘটেছে শাহজাহানপুরের গোদাপুর গ্রামে। রবিবার সকালে ওই গ্রামেরই এক বাসিন্দার নজরে পড়ে বিষয়টি। একটি মাঠের মধ্যে অল্প কিছুটা মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়েছিল শিশুটিকে। মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুর কান্নার আওয়াজ শুনতে পান ওই ব্যক্তি। তখন তাঁর নজর যায় মাঠের দিকে। তিনি দেখেন, মাঠের মধ্যে কিছু ছোট ছোট গাছের কাছে এক শিশুর হাত মাটি থেকে বেরিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন থানায়। পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুকে উদ্ধার করে।

শাহজাহানপুরের পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানান, শিশুটিকে যখন উদ্ধার করা হয়, তখনও সে নিঃশ্বাস নিচ্ছিল। উদ্ধারের পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে অন্য একটি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। ওই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রাজেশ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানান, রবিবার বিকেলে ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ওই শিশুর চিকিৎসার দায়িত্বে রয়েছেন।

Advertisement

তবে কে বা কারা ওই শিশুকে জীবিত পুঁতে দিয়ে গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। জেলার পুলিশ সুপার জানান, ওই শিশুর বাবা-মাকে শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি কারা এই ঘটনা ঘটিয়েছে, তা-ও জানার চেষ্টা চালানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement