অনিলকে নিয়ে দিল্লিতে পুলিশ

উত্তর ও উত্তর-পূর্ব ভারতে গাড়ি চুরি চক্রের পাণ্ডা অনিল চৌহানকে গুয়াহাটি থেকে দিল্লিতে নিয়ে গেলেন তদন্তকারীরা। আজ দিল্লির রোহিনী আদালত তাকে ৩০ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। দিল্লিতেও অনিল ও তার শাগরেদদের বিরুদ্ধে শতাধিক গাড়ি চুরি ও অন্যান্য অপরাধমূলক মামলা রয়েছে। আদালত জানায়, কোন কোন ধারায় অনিলের বিরুদ্ধে মামলা চলবে তা ৩০ মে ঠিক করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০৩:২২
Share:

উত্তর ও উত্তর-পূর্ব ভারতে গাড়ি চুরি চক্রের পাণ্ডা অনিল চৌহানকে গুয়াহাটি থেকে দিল্লিতে নিয়ে গেলেন তদন্তকারীরা। আজ দিল্লির রোহিনী আদালত তাকে ৩০ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। দিল্লিতেও অনিল ও তার শাগরেদদের বিরুদ্ধে শতাধিক গাড়ি চুরি ও অন্যান্য অপরাধমূলক মামলা রয়েছে। আদালত জানায়, কোন কোন ধারায় অনিলের বিরুদ্ধে মামলা চলবে তা ৩০ মে ঠিক করা হবে।

Advertisement

২৫ বছর আগে দিল্লির খানপুর এলাকায় অটোরিকশা চালাত অনিল। সহজেই নকল চাবি তৈরি করতে পারত। মুম্বই, হিমাচল, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ-সহ ভারতের বিভিন্ন রাজ্যে সে গাড়ি চুরি চক্রের জাল ছড়িয়েছিল। দিল্লির আদালত তার নামে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে। ২০০৫ সালে উত্তর-পূর্বে আশ্রয় নেয় অনিল। গুয়াহাটি ও নাগাল্যান্ডে গাড়ি চুরির ‘ব্যবসা’ ছড়ায়। ৩ এপ্রিল গুয়াহাটির আজারায় সে ধরা পড়ে। অনিলকে জেরা করে জানা যায়, অসমের অনেক নেতা-পুলিশের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। অনিলকে সাহায্য করার অভিযোগে গ্রেফতার হন কংগ্রেস বিধায়ক রুমি নাথ ও তাঁর দ্বিতীয় স্বামী জ্যাকি জাকির। একই অভিযোগে পুলিশের এক এসি ও এক এসআইয়ের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করা হয়। অনিল-সহ রাজ্যের অনেক গাড়ি চোরকে গ্রেফতার করা হলেও, গাড়ি চুরির রুখতে পারছে না পুলিশ। এ দিনও এক চালককে বেহুঁশ করে গাড়ি নিয়ে পালায় দুষ্কৃতীরা। পুলিশ জানায় দুলিয়াজান থেকে নারায়ণ, দীপক, মঞ্জুল, সোম, পাপু, রাজ ও সুমিত নামে সাত যুবক একটি গাড়ি ভাড়া নিয়েছিল। গত রাতে নামবরের একটি হোটেলে তারা খাওয়াদাওয়া করে। এ দিন সকালে বেহুঁশ অবস্থায় ওই গাড়ির চালককে উদ্ধার করে পুলিশ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গাড়িটি উধাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন