Political

‘অভিভাবকের মতো আঙুল ধরে আমাকে দিল্লি চিনিয়েছেন প্রণবদা’

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ক্ষমতার অলিন্দে তাঁকে আঙুল ধরে চলতে শিখিয়েছেন ‘প্রণব’দা’, মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রণব মুখোপাধ্যায়কে তাঁর ‘অভিভাবক এবং গুরু’ আখ্যা দিয়ে নরেন্দ্র মোদী সোমবার বললেন, ‘‘এই মহত্ব একমাত্র প্রণব মুখোপাধ্যায়ই দেখাতে পারেন।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৬ ১৪:৩৪
Share:

এই ঘটনা গণতন্ত্রেই সম্ভব, বললেন প্রধানমন্ত্রী। —ফাইল চিত্র

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ক্ষমতার অলিন্দে তাঁকে আঙুল ধরে চলতে শিখিয়েছেন ‘প্রণব’দা’, মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রণব মুখোপাধ্যায়কে তাঁর ‘অভিভাবক এবং গুরু’ আখ্যা দিয়ে নরেন্দ্র মোদী সোমবার বললেন, ‘‘এই মহত্ব একমাত্র প্রণব মুখোপাধ্যায়ই দেখাতে পারেন।’’

Advertisement

সোমবারই রাষ্ট্রপতি পদে চার বছর পূর্ণ হয়েছে প্রণব মুখোপাধ্যায়ের। সে দিনই রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালার নবনির্মিত দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন হয়েছে। সেই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে নিজের কার্যকালের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করছিলেন। সেই প্রসঙ্গেই মোদী বলেন, ‘‘আমি দিল্লিতে তখন একদম নতুন। পরিবেশটাও আমার কাছে নতুন ছিল। অনেকগুলি বিষয়ে রাষ্ট্রপতি এক জন অভিভাবকের মতো, এক জন গুরুর মতো আঙুল ধরে আমাকে পথ চিনিয়ে দিয়েছিলেন তখন। আমার মতো সৌভাগ্যবান খুব কম মানুষই হন।’’

রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায় কী অসামান্য দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন, সে প্রসঙ্গে বলতে গিয়ে মোদী জানান, তাঁর সরকারের বিভিন্ন প্রকল্প বেশ কয়েকটি রাজ্য সরকার রূপায়ণ করতে অনীহা দেখিয়েছে। কিন্তু প্রেসিডেন্ট’স এস্টেটে সেই সব প্রকল্প রাষ্ট্রপতি রূপায়ণ করিয়েছেন। মোদী বলেন, ‘‘অন্য রাজনৈতিক দলের এক ব্যক্তি সরকার চালাচ্ছেন, অথচ সরকারের প্রতিটি প্রকল্প রাষ্ট্রপতি ভবনের নিজস্ব প্রকল্প হয়ে উঠছে— এই মহত্ব এক মাত্র প্রণব’দা-ই দেখাতে পারেন।’’

Advertisement

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, তাঁর রাজনৈতিক মতাদর্শ বা ঘরানা বর্তমান রাষ্ট্রপতির রাজনৈতিক ঘরানার থেকে আলাদা হওয়া সত্ত্বেও, প্রণব মুখোপাধ্যায়ের সান্নিধ্যে এলে তিনি প্রতিটা মুহূর্তে অনুভব করেন, গণতন্ত্রে আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শের মানুষও এক সঙ্গে কাংধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন।

আরও পড়ুন: বেকায়দায় পড়ে সিধু ‘শহিদ’ হতেও রাজি

কংগ্রেস নেতা হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের যে ভূমিকা দেশ দেখেছে, নরেন্দ্র মোদী এ দিন তার প্রশংসাতেও পঞ্চমুখ হন। প্রধানমন্ত্রীর কথায়, এক জন কংগ্রেস নেতা হিসেবে নিজের সুদীর্ঘ রাজনৈতিক জীবনে প্রণব মুখোপাধ্যায় দেশকে অনেক কিছু দিয়েছেন। মোদী আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে গত চার বছরের কার্যকালে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি ভবনকে জনসাধারাণ এবং ক্ষমতার সর্বোচ্চ পীঠস্থানের মিলন কেন্দ্রে পরিণত করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন