অসমিয়া সংজ্ঞা, সংবর্ধিত স্পিকার

অসম চুক্তিতে অসমিয়া শব্দের বদলে ভূমিপুত্র উপজাতি ও ভূমিপুত্র অসমিয়া ব্যবহারের জন্য দাবি তুলল রাজ্যের বিভিন্ন ভাষার সাহিত্যসভাগুলির যৌথ মঞ্চ। অসমিয়ার সংজ্ঞা নির্ধারণ প্রসঙ্গে বিধানসভার স্পিকার প্রণব গগৈ উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ায় আজ বিধানসভায় প্রণববাবুকে সম্বর্ধনা দেয় সাহিত্য সভাগুলির যৌথ মঞ্চ। সেখানেই তাঁরা এই দাবি উত্থাপন করেন। বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্য সরকার জানায়, অসম চুক্তির ষষ্ঠ দফায় থাকা অসমিয়া শব্দটির সংজ্ঞা নির্ধারণ না হওয়ায় অসমিয়াদের ভাষিক, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাংবিধানিক সুরক্ষা প্রদান নিশ্চিত করা যায়নি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০৩:৩০
Share:

অসম চুক্তিতে অসমিয়া শব্দের বদলে ভূমিপুত্র উপজাতি ও ভূমিপুত্র অসমিয়া ব্যবহারের জন্য দাবি তুলল রাজ্যের বিভিন্ন ভাষার সাহিত্যসভাগুলির যৌথ মঞ্চ। অসমিয়ার সংজ্ঞা নির্ধারণ প্রসঙ্গে বিধানসভার স্পিকার প্রণব গগৈ উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ায় আজ বিধানসভায় প্রণববাবুকে সম্বর্ধনা দেয় সাহিত্য সভাগুলির যৌথ মঞ্চ। সেখানেই তাঁরা এই দাবি উত্থাপন করেন।

Advertisement

বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্য সরকার জানায়, অসম চুক্তির ষষ্ঠ দফায় থাকা অসমিয়া শব্দটির সংজ্ঞা নির্ধারণ না হওয়ায় অসমিয়াদের ভাষিক, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাংবিধানিক সুরক্ষা প্রদান নিশ্চিত করা যায়নি। এরপরই স্পিকার প্রণব গগৈ বিভিন্ন সাহিত্য সভা, মানবাধিকার সংগঠন, ছাত্র সংগঠন, রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ১৯৫১ সালকে অসমিয়ার সংজ্ঞা নির্ধারণের ভিত্তিবর্ষ করার সুপারিশ-সহ তাঁর রিপোর্ট বিধানসভায় পেশ করেন। কিন্তু খোদ শাসকদলই তাঁর সুপারিশ মানতে অস্বীকার করে রিপোর্ট প্রত্যাখ্যানকরে। তাদের দাবি, এ নিয়ে বিধায়কদের সঙ্গে স্পিকার কথা বলেননি। আনুষ্ঠানিক ভাবে রাজনৈতিক দলগুলিরও মতামত নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী তরুণ গগৈও বিষয়টি নিয়ে স্পিকারের বিরোধিতা করেন। কার্যত বিষয়টি নিয়ে কংগ্রেসেই এক ঘরে হয়ে পড়েন স্পিকার। অবশ্য রাজ্যের অন্য সব দল-সংগঠন স্পিকারকেই সমর্থন জানায়। এদিন তাঁর সুপারিশকে স্বাগত জানিয়ে সাহিত্য সভাগুলির যৌথ মঞ্চ জানায়, তাঁরা শীঘ্রই অসমিয়া শব্দে বদল আনার জন্য স্মারকলিপি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। স্পিকার এদিন বলেন, ‘‘আমি অসম ও অসমবাসীর স্বার্থে ৫৭টি সংগঠনের মত নিয়ে যে রিপোর্ট তৈরি করেছি তা এখন বিধানসভার সম্পত্তি। আশা করি ভবিষ্যত আমার কাজের মূল্যায়ণ করবে।’’

দুর্ঘটনায় মৃত ৩। দু’টি পৃথক পথ দুর্ঘটনায় অসমে তিন জনের মৃত্যু হল। পুলিশ জানায়, আজ ভোরে কামরূপ জেলার সোনাপুরে ধেমাজি থেকে গুয়াহাটিমুখী একটি গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে তীব্রবেগে ধাক্কা মারলে দেব লালুং ও বাবুল বরুয়া নামে দু’জনের মৃত্যু হয়। জখম হন দু’জন। অন্য দিকে, বরপেটা জেলার পাঠশালায় যাত্রীবাহী একটি গাড়ি ও টেম্পোর ধাক্কায় এক ছাত্রের মৃত্যু হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন