Farooq Abdullah

Presidential Election: মমতাকে ‘কৃতজ্ঞতা’ জানিয়ে রাষ্ট্রপতি প্রার্থীর প্রস্তাব ফেরালেন ফারুখ আবদুল্লা

বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থীর প্রস্তাব ফেরালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা। আগেই প্রস্তাব ফেরান শরদ পওয়ার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১৯:২৫
Share:

ফাইল চিত্র।

শরদ পওয়ারের পর রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিরোধী শিবিরের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ফারুখ আবদুল্লা। তিনি জম্মু ও কাশ্মীরের জন্যই আলোকপাত করতে চান— এই কারণ দেখিয়ে বিরোধীদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Advertisement

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ফারুখের নাম প্রস্তাব করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক বিবৃতিতে তৃণমূল নেত্রীকে এ জন্য ‘কৃতজ্ঞতা’ও জানিয়েছেন এই বর্ষীয়ান রাজনীতিক। বিবৃতিতে তিনি লিখেছেন, ‘বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে আমার নাম প্রস্তাব করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ। মমতা ছাড়াও বিরোধী নেতাদের কাছ থেকে এই ব্যাপারে সমর্থন পেয়েছি। এতে সম্মানিত বোধ করেছি। প্রস্তাব নিয়ে পরিবার ও সতীর্থদের সঙ্গে কথা বলেছি।’

এর পর ফারুখ বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘জম্মু ও কাশ্মীর এই মুহূর্তে জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই অনিশ্চয়তার সময় পেরতে আমার প্রচেষ্টার প্রয়োজন রয়েছে বলে মনে করি। সক্রিয় রাজনীতিতে থেকে আমার অনেক কিছু করার রয়েছে। জম্মু ও কাশ্মীর এবং দেশে ইতিবাচক অবদানের ছাপ রেখে যেতে চাই। সেই কারণেই এই প্রস্তাব ফেরালাম। সর্বসম্মতিতে যাঁকে প্রার্থী করা হবে, তাঁকে সমর্থন করব।’

Advertisement

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী কে হবেন, এ নিয়ে গত কয়েক দিন ধরেই চর্চা চলছে জাতীয় রাজনীতির অন্দরে। প্রথমে এনসিপি নেতা শরদ পওয়ারের নাম ঘিরে জল্পনা দানা বাঁধে। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী বৈঠকে পওয়ারের নাম প্রস্তাব করেন স্বয়ং মমতা। কিন্তু এই প্রস্তাবে যে তিনি রাজি নন, সেই বার্তাই এসেছে এনসিপি শিবির থেকে। মমতার ডাকা বিরোধী বৈঠকে ফারুখ আবদুল্লা ও গোপালকৃষ্ণ গাঁধীর নামও প্রস্তাব করা হয়। তৃণমূলনেত্রীই এই দুই নাম প্রস্তাব করেন বলে জানা যায়। পওয়ারের পর ফারুখও বিরোধীদের প্রস্তাব ফেরালেন। প্রস্তাব প্রসঙ্গে গাঁধী-পৌত্র শুধু বলেছেন, ‘‘এখনই কোনও মন্তব্য নয়।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন