Indian National Congress

এই নিয়ে ২৭ বার! দেখে নিন সংসদে অনাস্থার ইতিহাস

অনাস্থা প্রস্তাবের ইতিহাস একবার ফিরে দেখা যাক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জুলাই ২০১৮ ১৫:৫৪
Share:

সংসদ ভবন।ছবি: পিটিআই

লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। সংসদীয় ইতিহাসে এটি ২৭তম অনাস্থা প্রস্তাব। দীর্ঘ ১৫ বছর পর লোকসভায় আবারও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি এবং আবারও অনাস্থা বিজেপি সরকারের বিরুদ্ধেই।

Advertisement

১৫ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস। তবে কংগ্রেসের শাসনকালে ২৩ বার অনাস্থা প্রস্তাব আনার রেকর্ড রয়েছে বিরোধীদের। লালবাহাদুর শাস্ত্রী, পি ভি নরসিংহ রাও এবং মোরারজি দেশাই প্রত্যেকের শাসনকালেই তিন বার করে মোট নয় বার অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। অটলবিহারী বাজপেয়ীর বিরুদ্ধে মোট দু’বার অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।

প্রথম অনাস্থা প্রস্তাব আনা হয় ১৯৬৩ সালের অগস্ট মাসে। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে অনাস্থা প্রস্তাব আনেন জে বি কৃপালনী। সব মিলিয়ে চারদিন ধরে মোট ২১ ঘণ্টা আলোচনা হয় অনাস্থা প্রস্তাবের উপর। ১৯৬৪ সালে লালবাহাদুর শাস্ত্রী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন নির্দল সাংসদ এন সি চট্টোপাধ্যায়।

Advertisement

আরও পড়ুন: লাইভ: ভোটাভুটিতে নেই শিবসেনা, কক্ষত্যাগ বিজেডির, অনাস্থায় সরগরম লোকসভা

১৯৬৪ থেকে ১৯৭৫ সালের মধ্যে ১৫ বার অনাস্থা প্রস্তাব পেশ করা হয়।এর মধ্যে ১২টি অনাস্থাই আনা হয় ইন্দিরা গাঁধীর বিরুদ্ধে। ১৯৮১-১৯৮২ সালের মধ্যে ফের তিন বার অনাস্থার মুখে পড়ে ইন্দিরার সরকার। ১৯৬৭ সালের মার্চ মাসে অটলবিহারী বাজপায়ী অনাস্থা প্রস্তাব এনেছিলেন ইন্দিরার বিরুদ্ধে।

১৯৭৯ সালে কংগ্রেস নেতা ওয়াই বি চ্যবনের আনা অনাস্থা প্রস্তাবে মোরারজি দেশাই সরকারের পতন হয়। সেই সময় অটলবিহারী বাজপেয়ী ও এল কে আডবাণী দু’জনই কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন।

১৯৯২ সালের জুলাই ও ডিসেম্বরে পি ভি নরসিংহ রাও সরকারের বিরুদ্ধে যশবন্ত সিংহ ও অটলবিহারী বাজপেয়ী অনাস্থা প্রস্তাব আনেন। ১৯৯৩ সালের জুলাই মাসে সিপিআই- এর অজয় মুখোপাধ্যায় রাওয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। ১৪ ভোটে পরাজিত হন রাও।

আরও পড়ুন: সংখ্যা রাখতে হিমশিম, হাতজোড় করে শরিক ও ‘বন্ধু’ নেতাদের অনুরোধ অমিতের!

১৯৯৬ সালে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েই ক্ষমতায় আসে বিজেপি সরকার। কিন্তু অনাস্থায় ভোটাভুটি শুরুর আগেই ইস্তফা দেন প্রধানমন্ত্রী বাজপেয়ী। ১৯৯৯ সালে সরকারের উপর থেকে এআইডিএমকে সমর্থন সরিয়ে নেওয়ায় ১৩ মাস পর ইস্তফা দেন অটলবিহারী বাজপেয়ী। মাত্র এক ভোটে অনাস্থায় হেরে যায় সরকার।

২০০৩ সালে বাজপেয়ী শাসিত এনডিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী। প্রায় ২৩ ঘণ্টা ধরে চলে আলোচনা।

আরও পড়ুন: লোকসভা ভোট সময়েই, ইঙ্গিত বিজেপি সূত্রের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন