Operation Sindoor

অপারেশন সিঁদুর: সংসদীয় দলগুলি ভারতে ফিরলেই বৈঠক মোদীর সঙ্গে! হবে ৩৩ দেশ সফরের পর্যালোচনা

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের বার্তা নিয়ে ৩৩টি দেশে ঘুরছেন শাসক-বিরোধী সাংসদেরা। সংসদীয় ওই দলগুলি দেশে ফিরে এলে তাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৮:৩৭
Share:

সংসদীয় প্রতিনিধিদলগুলি দেশে ফিরলে বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

ভারতে ফেরার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারে বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদল। ‘অপারেশন সিঁদুর’ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের বার্তা পৌঁছে দিতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছে সাতটি প্রতিনিধিদল। সবগুলি প্রতিনিধিদল ভারতে ফেরার পরে তাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন মোদী। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, আগামী ৯ বা ১০ জুন ওই বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Advertisement

শাসক এবং বিরোধী শিবিরের সাংসদদের নিয়ে তৈরি ওই প্রতিনিধিদল মোট ৩৩টি দেশে ঘুরছে। সাতটি প্রতিনিধিদলে মোট ৫৯ জন সদস্য রয়েছে। তাঁদের মধ্যে ৩১ জন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শিবিরের সাংসদ। বাকি ২০ জন বিরোধী শিবিরের সাংসদ। এ ছাড়া কয়েক জন অবসরপ্রাপ্ত কূটনীতিকও রয়েছেন ওই প্রতিনিধিদলগুলিতে।

বহুদলীয় ওই প্রতিনিধিদলগুলি চলতি সপ্তাহেই একে একে দেশে ফেরে আসার কথা রয়েছে। জেডিইউ সাংসদ সঞ্জয়কুমার ঝায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার ভারতে ফিরতে পারে। এই প্রতিনিধিদলেই রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া বিজেপি সাংসদ বৈজয়ন্ত পণ্ডাদের প্রতিনিধিদলটিরও আগামিকাল দেশে ফেরার কথা রয়েছে বলে সূত্রের খবর। বাকি ছ’টি দলও চলতি সপ্তাহেই দেশে ফিরে আসতে পারে। বাকি ওই প্রতিনিধিদলগুলির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারুর, বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, ডিএমকে সাংসদ কানিমোঝি, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এবং শিবসেনা সাংসদ শ্রীকান্ত একনাথ শিন্দে।

Advertisement

সব প্রতিনিধিদল ভারতে ফেরার পরে ৩৩টি দেশের সফরের নির্যাস নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন মোদী। বিদেশ সফরে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের বার্তার পাশাপাশি পাকিস্তান কী ভাবে সন্ত্রাসবাদে মদত দিয়ে যাচ্ছে, সেই প্রসঙ্গও তুলে ধরেছেন ভারতীয় প্রতিনিধিরা। ওই বৈঠকগুলির পরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক স্তরে ভারত কতটা সমর্থন পেল, তা-ও উঠে আসতে পারে মোদীর সঙ্গে প্রতিনিধিদলগুলির আলোচনায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement