—প্রতিনিধিত্বমূলক চিত্র।
জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সোমবার তল্লাশি অভিযান শুরু করল নিরাপত্তাবাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলকায়া কয়েক জনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। তার পরেই তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী।
পুলিশ জানিয়েছে, কাঠুয়ার হিরানগরের সালাধিতে তিন জনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় এক বাসিন্দা। তিনি পুলিশকে খবর দেন। তার পরেই শুরু হয় যৌথ অভিযান। জাতীয় সড়কেও চলছে তল্লাশি।
গত মঙ্গলবারও স্থানীয়দের থেকে খবর পেয়ে কাঠুয়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়েছিল নিরাপত্তাবাহিনী। স্থানীয়েরা জানিয়েছিলেন, ওই এলাকায় কয়েক জনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেছেন।
পহেলগাঁও হামলার পর থেকে জম্মু ও কাশ্মীরে ভয়ের আবহ তৈরি হয়েছে। তা দূর করতে গত সপ্তাহে উত্তর কাশ্মীরের বারামুল্লায় একটি রিসর্টে মন্ত্রী এবং আমলাদের সঙ্গে বৈঠক করেন ওমর। তিনি সাধারণ মানুষকে এই বার্তাই দিতে চান যে, কাশ্মীরে আর ভয়ের কোনও কারণ নেই।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ওই ঘটনায় অভিযুক্ত জঙ্গিদের এখনও খোঁজ মেলেনি। বেশ কয়েক জনকে আটক করে জেরা করা হয়েছে।