(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।
গাজ়ায় যুদ্ধ বন্ধ করতে ২০ দফা প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ওই প্রস্তাবকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, গাজ়া ভূখণ্ডে দীর্ঘস্থায়ী শান্তিপ্রতিষ্ঠার ক্ষেত্রে ট্রাম্পের দেওয়া ওই প্রস্তাব গুরুত্বপূর্ণ হতে চলেছে।
সমাজমাধ্যমে মোদী লিখেছেন, “গাজ়ায় সংঘাত বন্ধ করা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সামগ্রিক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এটা (ট্রাম্পের ২০ দফা প্রস্তাব) প্যালেস্টাইনি এবং ইজ়রায়েলের মানুষদের জন্য তো বটেই, বৃহত্তর পশ্চিম এশিয়ার দীর্ঘস্থায়ী শান্তি এবং উন্নয়নের পথ খুলে দিচ্ছে।” সংশ্লিষ্ট সকলকে ট্রাম্পের এই উদ্যোগের পাশে দাঁড়ানো এবং সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছেন মোদী।
ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ, এইচ-১বি ভিসা নিয়ে জটিলতা, বাণিজ্যচুক্তি নিয়ে এখনও ইতিবাচক কোনও অগ্রগতি না-হওয়া— এই সব কিছুর জেরে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক আগের মতো ‘স্বাভাবিক’ নেই। তবে এই আবহেই গত ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনের প্রাক্কালে তাঁকে ফোন করে শুভেচ্ছা জানান ট্রাম্প। তার পর ট্রাম্পের শান্তিপ্রস্তাবকে স্বাগত জানিয়ে মোদীর পোস্টকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সোমবার ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে একটি সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প। সেখানেই তিনি ইজ়রায়েল-হামাস সংঘাত বন্ধ করতে ২০ দফা প্রস্তাবের কথা জানান। ইতিমধ্যেই ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেছে ইজ়রায়েল। তবে এখনও পর্যন্ত প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। হামাস জানিয়েছে, ‘ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে’ তারা এই প্রস্তাব খতিয়ে দেখছে।
২০ দফা প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হল প্যালেস্টাইনিদের গাজ়া ছেড়ে যেতে হবে না। আপাতত গাজ়ায় একটি অস্থায়ী অরাজনৈতিক সরকার তৈরি হবে। এই সরকারের অন্তর্ভুক্ত হতে পারবেন প্যালেস্টাইনি এবং বিশ্বের নানা প্রান্তের বিশেষজ্ঞরা। তা ছাড়া হামাস যদি এই প্রস্তাবে রাজি থাকে, তা হলে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাদের সমস্ত ইজ়রায়েলি পণবন্দিকে ছেড়ে দিতে হবে। হামাস যদি ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়, তা হলে ধাপে ধাপে গাজ়া থেকে সেনা সরিয়ে নেবে ইজ়রায়েল। ইজ়রায়েলের জেলে বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ জন প্যালেস্টাইনিকেও ছেড়ে দেবেন নেতানিয়াহু। ছেড়ে দেওয়া হবে যুদ্ধের পর গাজ়া থেকে আটক হওয়া ১৭০০ জনকে।
ইতিমধ্যেই ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেছে ইজ়রায়েল। তবে এখনও পর্যন্ত প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। হামাস জানিয়েছে, ‘ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে’ তারা এই প্রস্তাব খতিয়ে দেখছে। তবে ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে সৌদি আরব, জর্ডন, সংযুক্ত আরব আমিরশাহি, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, কাতার এবং মিশর। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেছেন, “এই প্রস্তাব যুদ্ধ বন্ধ করতে এবং বন্দিদের মুক্ত করতে খুব গুরুত্বপূর্ণ একটি সুযোগ।” ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার ট্রাম্পের প্রস্তাব প্রসঙ্গে বলেছেন, “সব পক্ষ (ইজ়রায়েল এবং হামাস) এক সঙ্গে আসুক এবং মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলে বোঝাপড়া চূড়ান্ত করে তা বাস্তবে রূপায়িত করুক।” ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও।
[12:26 pm, 30/9/2025] Bitan Ghose: