PM Modi Address to Nation

বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, নতুন কিছু কি ঘোষণা করতে পারেন? কৌতূহল তুঙ্গে

রবিবার বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৩
Share:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

রবিবার বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। কী কারণে এমন সিদ্ধান্ত, এখনও স্পষ্ট নয়। সরকারি ভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

Advertisement

সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে চালু হতে চলেছে পণ্য ও পরিষেবা করের (জিএসটি) নতুন কাঠামো। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগেই সে কথা ঘোষণা করেছিলেন। তার ঠিক আগের দিন বিকেলে জাতির উদ্দেশে মোদীর ভাষণের সিদ্ধান্তে জল্পনা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, জিএসটি নিয়ে কোনও বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। তবে তা এখনও নিশ্চিত নয়।

জিএসটি কাঠামো সংস্কারের মাধ্যমে দেশের পণ্য ও পরিষেবা কর দু’টি স্তরে নামিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার। এর আগে ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ হারে জিএসটি নেওয়া হত। এখন থেকে কর নেওয়া হবে শুধু দু’টি হারে— ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। ১২ এবং ২৮ শতাংশের স্তর দু’টি তুলে দেওয়ার ফলে সোমবার থেকে অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে। স্বাধীনতা দিবসে লালকেল্লার সামনে থেকে ভাষণ দিতে গিয়েই জিএসটি সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন মোদী। জানিয়েছিলেন, দীপাবলির আগে ‘দ্বিগুণ’ স্বস্তি পেতে চলেছেন দেশের মানুষ। সেই অনুযায়ী গত ৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

Advertisement

প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ নিয়ে জনমানসে কৌতূহল রয়েছে। কারণ, অতীতে একাধিক বার এই ধরনের ভাষণ থেকে বড় ঘোষণা করেছেন মোদী। ২০১৬ সালের ৮ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে দেশ জুড়ে নোটবন্দি ঘোষণা করেছিলেন তিনি। বাতিল করে দেওয়া হয়েছিল ৫০০ এবং হাজার টাকার সমস্ত নোট। নতুন করে ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট চালুর ঘোষণাও করেছিলেন প্রধানমন্ত্রী। এ ছাড়া, ২০২০ সালে দেশ জুড়ে কোভিড অতিমারি চলাকালীন লকডাউন ঘোষণাও করা হয়েছিল মোদীর জাতির উদ্দেশে ভাষণের মঞ্চ থেকে। রবিবার প্রধানমন্ত্রী কী বলেন, নতুন কোনও ঘোষণা করেন কি না, সে দিকে তাকিয়ে গোটা দেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement