Private Jet Crashes in UP

উত্তরপ্রদেশে বিমান দুর্ঘটনা! ওড়ার মিনিটখানেকের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল জেট

বৃহস্পতিবার বেলায় ফারুখাবাদের কোতোয়ালি মোহাম্মদাবাদের একটি বিমানঘাঁটি থেকে উড়েছিল বিমানটি। ছোট ওই জেটটিতে দুই পাইলট ছাড়াও ছিলেন বেশ কয়েক জন যাত্রী। কিন্তু বিমানঘাঁটি থেকে ওড়ার পরমুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে আছড়ে পড়ে বিমানটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৪:১৫
Share:

নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল জেট। ছবি: সংগৃহীত।

ওড়ার সময়েই দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে গোঁত্তা খেতে খেতে রাস্তার ধারের মাঠে আছড়ে পড়ল ব্যক্তিগত জেট। বৃহস্পতিবার বেলায় উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলার এক শিল্পাঞ্চলে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

Advertisement

বৃহস্পতিবার বেলায় ফারুখাবাদের কোতোয়ালি মোহাম্মদাবাদের একটি বিমানঘাঁটি থেকে উড়েছিল বিমানটি। ছোট ওই জেটটিতে দুই পাইলট ছাড়াও ছিলেন বেশ কয়েক জন যাত্রী। কিন্তু বিমানঘাঁটি থেকে ওড়ার পরমুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে আছড়ে পড়ে বিমানটি। শেষ মুহূর্তে কোনওক্রমে বিমান থেকে ঝাঁপ দেন দুই পাইলট এবং যাত্রীরা। কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, আহত হলেও বেঁচে রয়েছেন সকলেই।

জানা গিয়েছে, ভেঙে পড়া ‘ভিটি-ডিইজ়েড’ জেটটি জেট সার্ভিস এভিয়েশন প্রাইভেট লিমিটেড-এর মালিকানাধীন। নির্মীয়মাণ একটি বিয়ার কারখানার ম্যানেজিং ডিরেক্টরও জেটটিতে ছিলেন। বিমান থেকেই ঘটনাস্থল পরিদর্শন করছিলেন তিনি। ঘটনায় আহত হয়েছেন তিনিও। অন্য দিকে, দুর্ঘটনার পরেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছেন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম)-সহ পুলিশ ও প্রশাসনের অন্য উচ্চপদস্থ কর্তারা। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement