National News

বিজনৌরে হিংসায় নিহত দুই মুসলিমের বাড়িতে মন্ত্রী না যাওয়ায় বিতর্ক

না যাওয়ার জন্য ন্যূনতম দুঃখপ্রকাশ তো দূরের কথা, পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, ‘‘যারা দাঙ্গা বাধিয়েছিল, তাদের বাড়িতে যাব কেন?’’

Advertisement

সংবাদ সংস্থা

বিজনৌর (উত্তরপ্রদেশ) শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৫
Share:

বিজনৌরে হিংসার ঘটনায় নিহত ও আহতদের বাড়িতে যান উত্তরপ্রদেশের এক মন্ত্রী কপিল দেব অগ্রবাল। বৃহস্পতিবার। ছবি- টুইটার থেকে সংগৃহীত।

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদ করতে গিয়ে যাঁরা হিংসার শিকার হয়েছেন, বিজনৌরে তাঁদের দেখতে গিয়েও ধর্মের বাছবিচার করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী কপিল দেব অগ্রবাল। গত শুক্রবারের হিংসার ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন যে দুই মুসলিম, সৌজন্যের খাতিরেও তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন না কপিল। এই ঘটনায় বিজ

Advertisement

না যাওয়ার জন্য ন্যূনতম দুঃখপ্রকাশ তো দূরের কথা, পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, ‘‘কেন যাব? যারা দাঙ্গা বাধিয়েছিল, তাদের বাড়িতে দেখা করতে যাব কেন? ওরা তো সমাজেরই কেউ নয়। তা হলে ওদের বাড়িতে যাব কেন?’’

বিজনৌরের নেহতাউর জেলায় গত শুক্রবারের হিংসার ঘটনায় নিহত যে দুই মুসলিমের বাড়িতে দেখা করতে যাওয়ার সৌজন্যও দেখাননি এ দিন কপিল, তাঁদের বাড়ির অদূরেই এক আহতের বাড়িতে কিন্তু গিয়েছিলেন কপিল। হিংসার ঘটনায় আহত ওম রাজ সাইনির বাড়ি।

Advertisement

গত বৃহস্পতি ও শুক্রবারের হিংসার ঘটনায় উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ২১ জনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন