Jammu-Kashmir

যখন দেখবে, আমি তখন ‘জন্নতে’, ভিডিয়োয় বলল পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি

পুলিশ রেকর্ড বলছে পুলওয়ামা জেলার গুন্ডিবাগে থাকত আদিল। তার দুই ভাই আছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শ্রীনগর শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৫৮
Share:

আদিল হুসেন দার ওরফে ওয়াকাস। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

পুলওয়ামার অবন্তিপোরায় সেনা কনভয়ে জঙ্গি হামলার দায় নিয়েছে জৈশ-এ-মহম্মদ। অন্যতম হামলাকারী হিসেবে উঠে এসেছে আদিল হুসেন দার ওরফে ওয়াকাস নামে এক জঙ্গির নাম। বৃহস্পতিবার সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী হামলা চালিয়ে ছিল সেই। প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছে জম্মু-কাশ্মীর পুলিশ।

Advertisement

ওই হামলার পর জঙ্গি সংগঠনটির তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। পিছনে জৈশ-এ-মহম্মদের পতাকা আর সামনে থরে থরে সাজানো স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ওই ভিডিয়োতে গোটা কাশ্মীরকে ভারত বিরোধী সংগ্রামে যোগ দেওয়ার ডাক দিয়েছে ওয়াকাস। কে এই আদিল হুসেন, যে আড়াই হাজার জওয়ানের কনভয়ে ঢুকে আত্মঘাতী হামলা চালাল?

পুলিশ রেকর্ড বলছে পুলওয়ামা জেলার গুন্ডিবাগে থাকত আদিল। তার দুই ভাই আছে। মাঝপথেই সে স্কুলের লেখাপড়ায় ইতি টেনে রাজমিস্ত্রি হিসেবে কাজ শুরু করে।

Advertisement

সাম্প্রতিক জঙ্গি হামলা সম্পর্কে এগুলি জানেন? খেলুন কুইজ

স্থানীয় মসজিদে নমাজ পড়ার সময় সবার আগে দেখা যেত তাকে। তৌসিফ নামে আদিলের এক বন্ধুর দাদা মঞ্জুর আহমেদ দার ছিল জঙ্গি। ২০১৬ সালে সেনা অভিযানে তার মৃত্যু হয়। আর ওই বছরই মার্চ মাসে তৌসিফ এবং ওয়াসিম নামে আরও এক বন্ধুর সঙ্গেই নিখোঁজ হয়ে যায় আদিল।

হামলার পর ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে জওয়ানদের দেহ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

আরও পড়ুন: উরির চেয়েও ভয়াবহ, পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জৈশ হামলা, হত ৩০ জওয়ান, দেশ জুড়ে নিন্দা​

আরও পড়ুন: জওয়ানদের এই বলিদান বৃথা যাবে না, হুঙ্কার প্রধানমন্ত্রীর, দেশ জুড়ে নিন্দার ঝড়​

এদিন হামলার পর আদিলের যে ভিডিয়ো সামনে এসেছে, তাতে সে বলেছে, গত এক বছর সে জৈশ-এ-মহম্মদ জঙ্গি হিসেবে কাটিয়েছে। সহ কাশ্মীরিদের সে বলছে, “এই ভিডিয়ো যখন তোমাদের কাছে পৌঁছবে তখন আমি জন্নতে থাকব।” উত্তর কাশ্মীরের বার্তাবাহক হিসেবে সে বলে,“এবার কাশ্মীরের বাকি অংশ এবং জম্মুর সময় এসেছে ভারত বিরোধী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার।” এখানে না থেমে বিভিন্ন সময়ে জৈশের চালানো একাধিক হামলার কথাও সে তুলে ধরেছে ওই ভিডিয়োতে।

(দেশ দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন