Advertisement
E-Paper

জওয়ানদের এই বলিদান বৃথা যাবে না, হুঙ্কার প্রধানমন্ত্রীর, দেশ জুড়ে নিন্দার ঝড়

পুলওয়ামা হামলার পরও সরকারের শীর্ষ স্তরে তীব্র তৎপরতা শুরু হয়েছে। সেনা, প্রতিরক্ষা, গোয়েন্দা-সহ নিরাপত্তা সংক্রান্ত সংশ্লিষ্ট সব বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩৪
জঙ্গি হামলার পর নিরাপত্তা কর্মীদের প্রহরা। ছবি: পিটিআই

জঙ্গি হামলার পর নিরাপত্তা কর্মীদের প্রহরা। ছবি: পিটিআই

আড়াই বছর আগে উরি সেনা ছাউনিতে হামলার পর দেশ জুড়ে এক সুরে নিন্দার ঝড় উঠেছিল। আমজনতা থেকে রাজনৈতিক নেতা-মন্ত্রী, বিদ্দ্বজ্জন থেকে প্রাক্তন সেনা কর্মী-অফিসার মহলে জন্মেছিল তীব্র ক্ষোভ। তার পর ফের বড়সড় হামলা। এ বার পুলওয়ামায়। সিআরপিএফ কনভয়ে। নেপথ্যে সেই জৈশ-ই-মহম্মদ, যে জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়েছিল উরিতেও।

উরি হামলার পর পাকিস্তানের মাটিতে ঢুকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়ে জঙ্গি ডেরা ধুলিস্যাৎ করে এসেছিল ভারতীয় সেনা। পুলওয়ামা হামলার পরও সরকারের শীর্ষ স্তরে তীব্র তৎপরতা শুরু হয়েছে। সেনা, প্রতিরক্ষা, গোয়েন্দা-সহ নিরাপত্তা সংক্রান্ত সংশ্লিষ্ট সব বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আগামিকাল শুক্রবার পুলওয়ামায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। তদন্তে যাচ্ছেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও।

এ বারের হামলা উরির চেয়ে তো বড় বটেই, এখনও পর্যন্ত জম্মু কাশ্মীরে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনাও বটে। দেশ জুড়ে স্বাভাবিক ভাবেই ধিক্কার, নিন্দার ঝড় উঠেছে। জোরালো হচ্ছে জাতীয়তাবাদের সুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসক-বিরোধী সব দলের রাজনৈতিক নেতা-নেত্রীরা এক সুরে বলেছেন, ‘কাপুরুষোচিত হামলা’। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সবাই।

সাম্প্রতিক জঙ্গি হামলা সম্পর্কে এগুলি জানেন? খেলুন কুইজ

আরও পড়ুন: উরির চেয়েও অনেক বড়! পুলওয়ামায় জৈশ হামলায় হত ৩০ জওয়ান, নিন্দায় গোটা দেশ

আরও পড়ুন: ডুবছে পিএফ-পেনশনের ২০ হাজার কোটি, অবসরের পাওনা অনিশ্চিত ১৪ লক্ষ কর্মীর

নরেন্দ্র মোদী (প্রধানমন্ত্রী)

‘পুলওয়ামায় সিআরপিএফ-এর উপর হামলা ঘৃণ্য ঘটনা। এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। বীর জওয়ানদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। শহিদদের পরিবারের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে গোটা দেশ। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

রাজনাথ সিংহ (স্বরাষ্ট্রমন্ত্রী)

‘পুলওয়ামায় সিআরপিএফ-এর উপর আজকের এই বর্বরোচিত হামলা বেদনাদায়ক এবং বিরক্তিকর। দেশকে সুরক্ষিত রাখতে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতিটি সিআরপিএফ জওয়ানের কাছে আমি মাথা নত করি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

আরও পড়ুন: কংগ্রেস-বিজেপি কেউ কারও চেয়ে কম যায় না, বললেন মায়াবতী

রাহুল গাঁধী (কংগ্রেস সভাপতি)

পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলায় বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছেন। অনেকে আহত হয়েছেন। এই কাপুরুষোচিত হামলায় আমি মর্মাহত। শহীদদের পরিবারের প্রতি আমার সমবেদনা। জখমদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

ভি কে সিংহ (বিদেশ প্রতিমন্ত্রী)

এক জন সৈনিক হিসেবে এবং ভারতের নাগরিক হিসেবে আমার রক্ত ফুটছে। পুলওয়ামায় ১৮ জন সিআরপিএফ জওয়ান প্রাণ দিয়েছেন। তাঁদের নিঃস্বার্থ বলিদানকে আমি কুর্নিশ করি। একইসঙ্গে প্রতিজ্ঞা করছি, আমাদের জওয়ানদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে।

প্রিয়ঙ্কা গাঁধী (সাধারণ সম্পাদক, কংগ্রেস)

‘আজ পুলওয়ামায় যে ঘটনা ঘটনা ঘটেছে, তার পর রাজনৈতিক কোনও কথা বলতে চাই না। সাংবাদিক সম্মেলন বাতিল করলাম। এই হামলার নিন্দা করার ভাষা নেই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। (লখনউয়ে নির্ধারিত সাংবাদিক সম্মেলন বাতিল করে দলের নেতা-কর্মীদের সঙ্গে এক মিনিট নীরবতা পালন করেন প্রিয়ঙ্কা)।

মমতা বন্দ্যোপাধ্যায় (মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ)

‘দেশের সাহসী জওয়ানদের আমি কুর্নিশ করি। আমাদের সমবেদনা রইল নিহত সেনা জওয়ানদের পরিবারের প্রতি। আহতদের জন্য প্রার্থনা করি এবং তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।’

Pulwama Attack Jammu and Kashmir Terrorist Attack CRPF Uri Terrorism পুলওয়ামা হামলা পুলওয়ামা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy