বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সংজ্ঞাহীন হয়ে প়ড়েছিল একটি সাপ। দেখতে পেয়ে সাপটির মুখে মুখ দিয়ে বার বার হাওয়া ভরলেন এক যুবক! সিপিআর দিয়ে প্রাণ বাঁচালেন সরীসৃপটির। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের একটি গ্রামে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভালসাদ জেলার ওই গ্রামের একদল কৃষক সকালবেলা চাষ করতে গিয়েছিলেন। ওই কৃষকেরা দেখতে পান, চাষের জমি সংলগ্ন বিদ্যুতের খুঁটিতে চড়ার চেষ্টা করছে একটি লম্বা সাপ। কেউ কিছু বোঝার আগেই বিদ্যুতের ঝটকা খেয়ে মাটিতে পড়ে যায় সাপটি। নড়াচড়া বন্ধ হয়ে যায় তার। এর পরেই সাপটিকে উদ্ধার করে স্থানীয় বনকর্মী তথা সাপ উদ্ধারকারী মুকেশ ভায়াদের কাছে নিয়ে যান ওই কৃষকেরা। মুকেশ প্রথমে সংজ্ঞাহীন সাপটিকে পরীক্ষা করেন। এর পর সাপটিকে বাঁচিয়ে তোলার মরিয়া প্রচেষ্টায় তার চোয়াল খুলে মুখে মুখে সিপিআর দিতে শুরু করেন। কিছু ক্ষণ পরে, সাপটি ধীরে ধীরে নড়াচড়া করতে শুরু করে। আরও বেশ কিছু ক্ষণ পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সাপটি। এর পর ধীরে ধীরে পাশের জঙ্গলে চলে যায় সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভাপিঅ্যানিমালসরেসকিউ’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে মুকেশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মানুষ যেখানে মানুষের কথা ভাবে না, সেখানে মুকেশ একটি সাপের প্রাণ বাঁচানোর জন্য ঝুঁকি নিয়েছেন। যুবকের সাহসিকতাকে কুর্নিশ।’’