একরত্তি কন্যাকে নিয়ে শপিং মলের চলমান সিঁড়ি দিয়ে নামছিলেন মা। কিন্তু মেয়ের থেকে ব্যাগের দিকেই তাঁর মনোযোগ ছিল বেশি। আর তখনই ঘটে গেল বিপত্তি। মা অনেকটা নেমে গেলেও স্বয়ংক্রিয় সিঁড়ির সামনেই আটকে যায় খুদে কন্যা। নামতে থাকে বিপজ্জনক ভাবে। দেবদূতের মতো এসে তাকে উদ্ধার করেন মলেরই এক নিরাপত্তাকর্মী। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শপিং মলে কন্যাকে নিয়ে ঘোরাফেরা করছিলেন এক তরুণী। কেনাকাটাও করছিলেন। তাঁর হাতে দোকানের ব্যাগপত্র ছিল। এমন সময় নীচে যাওয়ার জন্য কন্যাকে নিয়ে চলমান সিঁড়িতে ওঠেন তরুণী। তবে তিনি অমনোযোগী হয়ে পড়েন। কন্যার থেকে দোকানের ব্যাগের দিকেই তাঁর মন ছিল বেশি। তখনই বিপত্তি ঘটে। মা অনেকটা নীচে নেমে গেলেও ভয় পেয়ে পিছনেই রয়ে যায় কন্যা। কোনও রকমে চলমান সিঁড়িতে পা দিলেও তার পড়ে যাওয়ার উপক্রম হয়। সেই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন শপিং মলের এক নিরাপত্তারক্ষী। ঝাঁপ দিয়ে ওই খুদেকে কোলে তুলে নেন তিনি। তত ক্ষণে সম্বিৎ ফেরে মায়েরও। এর পর শিশুটিকে নিয়ে নীচে নেমে আসেন নিরাপত্তারক্ষী। শিশুকে তুলে দেন মায়ের কোলে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নিউজ় অ্যালজেব্রা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমন বিরক্তিও প্রকাশ করেছেন। শিশুর প্রতি মায়ের অবহেলা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তরুণীকে দায়িত্বজ্ঞানহীন মায়ের তকমাও দিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ কেমন মা! কী করে ওইটুকু সন্তানকে কেউ ছেড়ে দিতে পারে?’’