গাছের ফাঁকফোকরের আড়ালে সন্তানের জন্ম দিচ্ছে একটি লম্বা সাপ। মা সবুজরঙা হলেও তার পেট থেকে বেরিয়ে এল বাদামি রঙের সন্তান। সম্প্রতি সাপের জন্মের মুহূর্তের সে রকমই এক বিরল ভিডিয়োর সাক্ষী থাকল সমাজমাধ্যম। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঝোপের মধ্যে সন্তানের জন্ম দিচ্ছে একটি সাপ। মা সাপটি বেশ লম্বা। গায়ের রং সবুজ। ইতিমধ্যেই একটি সন্তানের জন্ম দিয়েছে সে। পরের সন্তানও জন্ম নেওয়ার মুখে। এর পর ধীরে ধীরে সাপটির পেট থেকে বেরিয়ে আসে একটি ছোট সাপ। মা সাপটি সবুজ রঙের হলেও তার দুই সন্তানের গায়ের রং লালচে বাদামি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভুতুতু’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আমি ভেবেছিলাম সব সাপই ডিম পাড়ে। এই ভিডিয়ো না দেখলে ভুল ভাঙত না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সাপটি একটি বোয়া কনস্ট্রিক্টর। সাপের বাচ্চা জন্ম দেওয়ার বিরল ভিডিয়ো দেখে ভাগ্যবান মনে হচ্ছে।’’
আরও পড়ুন:
পৃথিবীতে কিছু সাপ ডিম পাড়ে। কিছু সাপ সরাসরি বাচ্চার জন্ম দেয়। যে প্রাণী ডিম পাড়ে তাদের ওভিপারাস বলা হয় এবং যারা সরাসরি বাচ্চার জন্ম দেয়, তাদের ভিভিপারাস বলা হয়। বেশির ভাগ সাপ ডিম পাড়ে। তবে প্রায় ৩০ শতাংশ সাপ সরাসরি বাচ্চা দেয়।