সম্প্রতি বন্যার কবলে পড়েছিল দক্ষিণ তাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। বন্যাবিধ্বস্ত দক্ষিণ তাইল্যান্ডের অনেক ছবি এবং ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। তার মধ্যে একটি ভিডিয়ো বিশেষ করে হইচই ফেলেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, বন্যার জলে সাঁতরে বেড়াচ্ছে এক লম্বা সাপ। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দক্ষিণ তাইল্যান্ডের একটি বন্যাকবলিত রাস্তা কোমরজলে ডুবে রয়েছে। রাস্তায় অনেক গাড়ি দাঁড়িয়ে। সেগুলির অর্ধেক জলের তলায়। সেই রাস্তাতেই বিপজ্জনক ভাবে ঘুরে বেড়াচ্ছে বিশাল একটি সাপ। জলের মধ্যে আটকে পড়ে হন্যে হয়ে বেরোনোর রাস্তা খুঁজছে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। বন্যার কারণে অনেক বিষাক্ত সাপ জনবসতি এলাকায় চলে আসায় তা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।
আরও পড়ুন:
জনবসতি এলাকায় সাপ ঘুরে বেড়ানোর ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘জো ব্ল্যাক’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমন বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাপরে বাপ, কী বিশাল সাপ! এ যদি কারও বাড়িতে ঢুকে পড়ে। সকলে যেন সাবধানে থাকেন।’’
আরও পড়ুন:
সম্প্রতি টানা বৃষ্টিপাতের কারণে বন্যার কবলে পড়ে দক্ষিণ তাইল্যান্ডের হাট ইয়ে, সোংখলা এবং পার্শ্ববর্তী জেলাগুলি। জলে ডুবে যায় রাস্তাঘাট, বাড়িঘর, বাজার। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হন। অনেকে বাড়িতেই আটকে পড়েন। দক্ষিণ তাইল্যান্ডের বন্যায় মৃত্যু হয়েছে শতাধিক মানুষের।