টাকা এবং সময় বাঁচাতে অ্যাপ ক্যাবের বদলে অ্যাপ বাইক ভাড়া করেছিলেন এক যুবক। কিন্তু সেই সিদ্ধান্তের কারণেই ভুগতে হল তাঁকে। অ্যাপ বাইকের যাত্রাকে ভয়ঙ্কর তকমা দিলেন তিনি। যাত্রার শেষে তাঁর শরীর ভয়ে কাঁপছিল বলেও দাবি করেছেন ওই যুবক। নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যম রেডিটে। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
২৯ বছর বয়সি ওই রেডিট ব্যবহারকারী যুবকের দাবি, তিনি দিল্লির বাসিন্দা। যাতায়াতের জন্য সাধারণত মেট্রোতেই ভ্রমণ করেন তিনি। কিন্তু একদিন একটি জায়গায় পৌঁছোতে দেরি হবে ভেবে একটি নির্দিষ্ট সংস্থার অ্যাপ বাইক ভাড়া করার সিদ্ধান্ত নেন তিনি। ভাড়া করেনও। কিন্তু বাইকটি তাঁকে নিতে আসার পর যুবক দেখেন, অ্যাপে বাইকের নম্বর যা দেখিয়েছিল, তার সঙ্গে ওই বাইকের নম্বরের মিল নেই। যুবক এ নিয়ে প্রশ্ন করলেও চালক তাঁকে আশ্বস্ত করেন যে, তিনি এবং অ্যাপের চালক একই জন। এর পর চালকের উপর ভরসা করে বাইকে চেপে বসেন যুবক।
আরও পড়ুন:
যুবক জানিয়েছেন, প্রথমের দিকে সব কিছু ঠিকই ছিল। কিন্তু কিছু ক্ষণ পরে হঠাৎ করেই বাইকের গতি বাড়াতে শুরু করেন ওই চালক। লাল বাতি এড়িয়ে ট্রাফিক আইনও লঙ্ঘন করেন। যুবক বার বার অনুরোধ করা সত্ত্বেও গাড়ির গতি কমাননি তিনি। চালক নাকি এতই জোরে বাইক চালাচ্ছিলেন যে বরাতজোরে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যুবক। এক বার ব্রেক কষতে তাঁর সারা শরীরও কেঁপে ওঠে। যুবকের দাবি, তিনি অনেক ভাগ্যবান হওয়ার কারণেই সুস্থ অবস্থায় গন্তব্যে পৌঁছেছেন। না হলে যে কোনও মুহূর্তে অঘটন ঘটে যেতে পারত। যুবক এ-ও জানিয়েছেন, আর কোনও দিন অ্যাপ বাইকে চড়বেন না তিনি। যাতায়াত করবেন মেট্রোতেই।
আরও পড়ুন:
রেডিট পোস্টে ওই ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমি গত কাল মারা যেতে পারতাম। ঈশ্বরকে ধন্যবাদ আমি এখনও বেঁচে আছি। ভগবানের দিব্যি আমি আর কখনও ওই অ্যাপ বাইকে চড়ব না। আনন্দের সঙ্গে মেট্রোতেই যাতায়াত করব।”
রেডিটে ‘ডিফিকাল্ট-স্টোরি-৫১৭৫’ নামক অ্যাকাউন্ট থেকে করা সেই পোস্ট ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই অ্যাপ বাইক চালকদের থেকে দূরে থাকুন। আমার সঙ্গে এক বার প্রতারণা করার চেষ্টা করেছিলেন।” অন্য এক জন লিখেছেন, ‘‘আপনার অভিজ্ঞতা সত্যিই ভয়ঙ্কর! দেখেশুনে অ্যাপ বাইক ভাড়া করবেন।’’