প্ল্যাটফর্মে বসে তরুণী যাত্রীর দিকে হাতের ইশারায় অশ্লীল ইঙ্গিত করছিলেন যুবক! তাঁর কীর্তি ক্যামেরাবন্দি করার সময় আরও বেড়ে গেল ইশারা। শেষমেশ ওই যুবককে ধরে শিক্ষা দিলেন তরুণী। জনসমক্ষে চড় মারার পাশাপাশি তাঁকে দিয়ে ক্ষমাও চাওয়ালেন। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের হারবার লাইনের গোভান্ডি রেলস্টেশনে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইনের এক পাশে একটি সিমেন্টের তৈরি জায়গায় বসে রয়েছেন এক যুবক। প্ল্যাটফর্মের অন্য দিকে থাকা এক তরুণীর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি। হাতের মাধ্যমে অশ্লীল ইঙ্গিতও করছেন। তরুণী তাঁকে ক্যামেরাবন্দি করছেন দেখে যুবকের অশ্লীল অঙ্গভঙ্গি আরও বেড়ে যায়। এর পর ওই জায়গা থেকে উঠে চলে যান যুবক। তবে তরুণী ছেড়ে কথা বলার পাত্রী নন। রেললাইন পেরিয়ে প্ল্যাটফর্মের উল্টো দিকে পৌঁছোন তিনি। ফোনের ক্যামেরা চালু রেখেই ধরেন যুবককে। জিজ্ঞাসা করেন, কেন তিনি ওই ধরনের আচরণ করছিলেন। অস্বীকার করেন যুবক। এর পর রেগে গিয়ে যুবককে চড় মারেন তরুণী। চিৎকার করতে থাকেন। ঘটনাস্থলে ভিড় জমে যায়। এর পর তরুণীর কাছে ক্ষমা চেয়ে নেন যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যুবকের আচরণ নিয়ে যেমন বিরক্তি প্রকাশ করেছেন, তেমনই তরুণীর সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখও হয়েছেন অনেকে। অনেকে আবার যুবকের শাস্তির দাবি তুলে সরব হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ ভাবেই মেয়েদের এগিয়ে আসা উচিত। উচিত শিক্ষা দিয়েছেন। যুবককে খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘প্রতিটি মেয়ের এই রকম আত্মবিশ্বাস থাকা উচিত। মহিলারা চুপ করে থাকেন বলে অনেকে সাহস পেয়ে যান।’’