Advertisement
E-Paper

চোখের সামনে একপাল হরিণ দেখে ভ্যাবাচ্যাকা খেল বাঘ, শিকার করতে গিয়ে লেজেগোবরে শিকারি, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বনভূমিতে ওত পেতে বসে রয়েছে একটি হিংস্র বাঘ। সেই সময়ই ওই এলাকা দিয়ে যাচ্ছিল একপাল হরিণ। হরিণদের ছুটে আসতে দেখে সতর্ক হয়ে যায় বাঘটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ০৯:২৬
Video shows tiger’s effort goes in vain after trying to hunt deer

ছবি: ইনস্টাগ্রাম।

সকলেই এ কথা জানেন, বাঘ শিকার করে হরিণকে। কিন্তু চোখের সামনে একপাল হরিণ দেখেও শিকার করতে পারল না একটি বাঘ। বরং হরিণ শিকার করতে গিয়ে লেজেগোবরে অবস্থা হল তার! তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। দাবি, ভিডিয়োটি পান্না জাতীয় উদ্যানের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বনভূমিতে ওত পেতে বসে রয়েছে একটি হিংস্র বাঘ। সেই সময়ই ওই এলাকা দিয়ে যাচ্ছিল একপাল হরিণ। হরিণদের ছুটে আসতে দেখে সতর্ক হয়ে যায় বাঘটি। অন্য দিকে বাঘের উপস্থিতি টের পায়নি হরিণগুলি। ঝোপের বাইরে বাঘকে দেখে হকচকিয়ে যায় তারা। প্রা‌ণপণে দৌড়োতে শুরু করে। লা‌ফ দিয়ে তাদের ধাওয়া করে বাঘও। কিন্তু লাভ হয়নি। কাকে ছেড়ে কাকে ধরব— বাঘটি তা চিন্তা করতে করতেই নাগালের বাইরে চলে যায় হরিণগুলি। ব্যাজার মুখে অন্য দিকে চলে যায় বাঘটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওয়াইল্ডলেন্সবাই_শন’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পরে লিখেছেন, ‘‘বাঘ নামের কলঙ্ক! এত হরিণ সামনে দেখেও একটাকেও শিকার করা গেল না।’’

Viral Video Wild Life Tiger Instagram Reel Instagram Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy