Advertisement
E-Paper

গাড়িকে ‘টিনের বাক্স’ বলার ‘শাস্তি’, সেই গাড়ির বনেটেই বাইক-আরোহীকে টেনে নিয়ে যাওয়া হল ৫০০ মিটার! ভাইরাল ভিডিয়ো

সাহারানপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিয়োটির ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। গাড়ি এবং আক্রমণকারীদের শনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৫:৪৭
Video shows biker dragged for 500 metre on moving car in Uttar Pradesh, Police takes action

বনেটে করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে বাইক-আরোহীকে। ছবি: এক্স থেকে নেওয়া।

সাধের গাড়িকে ‘টিনের বাক্স’ বলেছিলেন। সেই ‘অপরাধে’ এক বাইক-আরোহীকে মারধরের পর সেই গাড়ির বনেটে করেই ৫০০ মিটার টেনে নিয়ে গেল একদল যুবক! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাহারানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকার নাগল-তাপরি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক বাইক-আরোহীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন একটি গাড়িতে থাকা একদল যুবক। ঝামেলার সময় সেই গাড়িকে ‘টিনের বাক্স’ বলে মন্তব্য করেন বাইক-আরোহী। এর পরই তাঁকে বাইক থেকে নামিয়ে মারধর করেন ওই যুবকের দল। হামলার পর আক্রমণকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, বাইক-আরোহী তাঁদের থামাতে গাড়ির বনেটে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু গাড়ি না থামিয়ে ওই বাইক-আরোহীকে বনেটে বসিয়ে বিপজ্জনক ভাবে প্রায় ৫০০ মিটার টেনে নিয়ে যায় ওই যুবকের দল। এর পর রাস্তায় ফেলে দেন তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

শহরের অতিরিক্ত পুলিশ সুপার ব্যোম বিন্দাল জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিয়োটির ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। গাড়ি এবং আক্রমণকারীদের শনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে বলেও সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন তিনি।

চাঞ্চল্যকর সেই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে খালিদ চৌধরি নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছে, তেমনই বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। অভিযুক্ত যুবকদের শাস্তির দাবিতেও সরব হয়েছে নেটাগরিকদের একাংশ। নিন্দার ঝড় বয়ে গিয়েছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আজকাল মানুষের ভয়ডর বলে কিছু নেই। ওই যুবকদের অবিলম্বে খুঁজে শাস্তির দাবি জানাচ্ছি।’’

Viral Video Uttar Pradesh Crime CCTV Uttar Pradesh News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy