চিনি কারখানা বন্ধ, পাঁচ লক্ষ টাকার আখ পুড়িয়ে দিলেন কৃষক

তাই প্রায় পাঁচ লক্ষ টাকার আখ জমিতেই পুড়িয়ে দিলেন পঞ্জাবের এক কৃষক।

Advertisement

সংবাদ সংস্থা  

শেষ আপডেট: ০২ জুলাই ২০২০ ১৩:১৮
Share:

জমিতেই আখে আগুন লাগিয়েছেন কৃষক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

লকডাউনে বন্ধ চিনির কারখানা। এ দিকে মাঠ জুড়ে ফলেছে আখ। আখের রস বিক্রেতাদেরও দেখা নেই। তাই প্রায় পাঁচ লক্ষ টাকার আখ জমিতেই পুড়িয়ে দিলেন পঞ্জাবের এক কৃষক।

Advertisement

দু’একর জমিতে আখ চাষ করেছিলেন ফরিদকোটের জগতার সিংহ। কিন্তু চিনি কারখানা বন্ধ থাকায় সেই আখ তিনি বিক্রি করতে পারেননি। কিছু আখ এক স্থানীয় আখের রস বিক্রেতাকে দিয়েছিলেন। কিন্তু লকডাউনের কারণে গত তিন মাসে অন্যান্য আখের রস বিক্রেতাদের দেখা নেই। তাই জমির আখ বিক্রি হয়নি তাঁর। সে জন্যই তা জ্বালিয়ে দিয়েছেন তিনি।

এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘দু’একর জমিতে আখ চাষ করেছিলাম। প্রতি একরে প্রায় ৪০০ কুইন্টাল আখ হয়েছে। কিন্তু সুগার মিল বন্ধ থাকায় বিক্রি হয়নি আখ। এগ্রিকালচার অফিসারদের সঙ্গে যোগাযোগ করেও লাভ হয়নি। তাই পুড়িয়ে দিয়েছি। পরিষ্কার করে ওই জমিতে ধান চাষ করব।’’ এই ক্ষতির জন্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবিও করেছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: শেষ পাঁচ দিনে আক্রান্ত লক্ষাধিক! বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও

আরও পড়ুন: কোভিডে ফুলেফেঁপে উঠছে জামতাড়া গ্যাং, দেশ জুড়ে ২০০ কোটির প্রতারণা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement