farmer protest

কৃষক অবস্থানের কাছেই, প্রধানমন্ত্রীকে দুষে আত্মঘাতী পঞ্জাবের আইনজীবী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুষে কৃষক বিক্ষোভে অংশগ্রহণকারী এক আইনজীবী আত্মঘাতী হলেন। পঞ্জাবের জালালাবাদের বাসিন্দা ওই ব্যক্তির নাম অমরজিৎ সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১৯:১৩
Share:

বিষ খেয়ে আত্মঘাতী আইনজীবী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুষে কৃষক বিক্ষোভে অংশগ্রহণকারী এক আইনজীবী ও কৃষক আত্মঘাতী হলেন। পঞ্জাবের জালালাবাদের বাসিন্দা ওই ব্যক্তির নাম অমরজিৎ সিংহ। রবিবার টিকরি সীমানার কাছে বিষ খেয়ে আত্মঘাতী হন তিনি।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুষে সুইসাইড নোট লিখেছেন। সেই চিঠিতে তিনি লিখেছেন, কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানিয়ে তিনি নিজের প্রাণ দিলেন। তাঁর বক্তব্য, ৩টি কৃষক আইন করে সরকার সাধারণ মানুষ এবং কৃষকদের সঙ্গে তঞ্চকতা করেছে। এর ফলে কর্পোরেট শ্রেণি উপকৃত হবে। কৃষকরা আরও বঞ্চিত হবেন।

এর পর সরকার কৃষকদের কথা শোনে, সেই জন্য তিনি আত্মঘাতী হলেন বলে উল্লেখ করেন। ওই সুইসাইড নোটের ছত্রে ছত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগেছেন অমরজিৎ। অভিযোগ করেছেন, ‘তিনটি কৃষি আইন করে কর্পোরেট পুঁজির হাত শক্ত করেছেন মোদী। এই আইনের ফলে কৃষকদের আরও দুর্দশা বাড়বে’।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, অমরজিৎকে রোহতকের পিজিআইএমএস-এ নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই সুইসাইড নোটটি ১৮ ডিসেম্বর লেখা। এক পুলিশ অফিসারের কথায়, ‘‘আমরা ওই ব্যক্তির পরিবারকে খবর দিয়েছি। ওঁরা এখানে পৌঁছলে বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে। তদন্ত চলছে।’’

কৃষক বিক্ষোভের জেরে এই নিয়ে মোট তিনটি আত্মহত্যার ঘটনা ঘটল। কিছু দিন আগেই সন্ত রাম সিংহ গুলি চালিয়ে আত্মঘাতী হন। বিক্ষোভ থেকে ফিরে ২২ বছরের এক কৃষক বাড়িতে আত্মহত্যা করেন। এ ছাড়া পঞ্জাবের ৬৫ বছরের এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

আরও পড়ুন: ভিন ধর্মে বিয়েতে বাধা, পুলিশের ভয়ে যুগলরা উত্তরপ্রদেশ ছাড়ল

আরও পড়ুন: শিখদের স্তুতি করে কৃষি আইন নিয়ে নীরব রইলেন মোদী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন